বাইকপ্রেমীদের জন্য সুখবর! পাঁচ বছর পর নতুন অবতারে ফিরছে ইতালির এই ব্র্যান্ড

FB Mondial Piega 452

ইতালির জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড FB Mondial প্রায় পাঁচ বছর পর আবারও ভারতের বাজারে পা রাখতে চলেছে। ২০২০ সালে ভারতীয় কার্যক্রম বন্ধ করার পর সংস্থাটি এবছর India Bike Week 2025-এর মঞ্চে প্রত্যাবর্তন করতে চলেছে। এবার এফবি মন্ডিয়াল-এর ডিস্ট্রিবিউশন দায়িত্বে থাকছে কোলহাপুর-ভিত্তিক Motohaus Group, যারা বর্তমানে Brixton এবং VLF ব্র্যান্ডের বাইকও ভারতে বিক্রি করে।

Advertisements

কোম্পানিটি ভারতের বাজারে তাদের সর্বপ্রথম মডেল হিসাবে Piega 452 আনছে। এটি ভারতে আত্মপ্রকাশ হবে India Bike Week 2025-এ, যা অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ ডিসেম্বর। এই বিশেষ ইভেন্টেই Piega 452 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। লঞ্চের পর Motohaus একটি নতুন আফটার-সেলস সার্ভিস নেটওয়ার্ক গড়ে তুলবে, যা শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য নয়, পূর্ববর্তী এফবি মন্ডিয়াল বাইক মালিকদের জন্যও সমানভাবে কার্যকর হবে।

   

FB Mondial Piega 452-এর ইঞ্জিন ও স্পেসিফিকেশন

যদিও ভারতের বাজারে আসতে চলা মডেলটির অফিসিয়াল স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে এটি ইউরোপে বিক্রি হওয়া ভার্সনের সঙ্গেই একরকম থাকবে। ইঞ্জিনের দিক থেকে Piega 452 অত্যন্ত শক্তিশালী একটি মিডলওয়েট বাইক। এটি চালিত হয় একটি ৪৪৯.৫ সিসি প্যারালেল-টুইন DOHC, এইট-ভাল্ভ ইঞ্জিনে, যা সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি উৎপন্ন করে ৯৫০০ আরপিএম-এ এবং সর্বাধিক ৩৯ নিউটন মিটার টর্ক দেয় ৭৬০০ আরপিএম-এ। ইঞ্জিনটি যুক্ত রয়েছে একটি ছয়-স্পিড গিয়ারবক্স-এর সঙ্গে, যা শহুরে রাইডিং থেকে শুরু করে হাইওয়ে পারফরম্যান্স পর্যন্ত সব ক্ষেত্রেই চমৎকার মসৃণতা প্রদান করবে।

Piega 452-এর কার্ব ওজন ১৭৬ কেজি, যা তার ১০-লিটারের তুলনামূলক ছোট ফুয়েল ট্যাঙ্কের সঙ্গেও এক ভারসাম্যপূর্ণ হ্যান্ডলিং প্রদান করে। বাইকটির ডিজাইন সম্পূর্ণ ইউরোপীয় স্পোর্ট-নেকেড স্টাইল অনুসরণ করে তৈরি, যেখানে কমপ্যাক্ট ফ্রেম, আগ্রাসী ফেয়ারিং, এবং মিনিমাল রিয়ার সেকশন রয়েছে।

ফিচার

ফিচারের দিক থেকেও বাইকটি অত্যাধুনিক। এতে দেওয়া হয়েছে একটি কালার TFT ডিসপ্লে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে। এছাড়া সেফটির দিক থেকে ডুয়াল-চ্যানেল ABS এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে, যা রাইডারকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।

Advertisements

Piega 452 মূলত এমন রাইডারদের জন্য তৈরি, যারা চান স্টাইল, পারফরম্যান্স এবং প্রযুক্তির এক নিখুঁত সংমিশ্রণ। কোম্পানির লক্ষ্য এই বাইকটির মাধ্যমে ভারতীয় বাজারে একটি প্রিমিয়াম, কিন্তু ব্যবহারিক মিডলওয়েট অপশন তুলে ধরা।

ভারতে এই বাইকটির দাম এখনও ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে Motohaus এটিকে প্রতিযোগিতামূলক মূল্যে বাজারে আনবে। Piega 452 সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Aprilia Tuono 457 এবং Yamaha MT-03-এর মতো জনপ্রিয় বাইকের সঙ্গে।

এই প্রসঙ্গে বলা যায়, FB Mondial Piega 452-এর মাধ্যমে ইতালীয় ব্র্যান্ডটি আবারও ভারতীয় মোটরসাইকেল প্রেমীদের মধ্যে আগ্রহ জাগাতে প্রস্তুত। এর পারফরম্যান্স, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং আধুনিক প্রযুক্তি ভারতের স্পোর্টবাইক সেগমেন্টে এক নতুন মাত্রা যোগ করবে।