পুজোর আগেই স্বপ্নপূরণ! বাজারে এল নতুন প্রজন্মের Royal Enfield Classic 350

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ ভারতের বাজারে ২০২৫ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (2025 Royal Enfield Classic 350) অফিশিয়ালি আত্মপ্রকাশ করল। আনুষ্ঠানিক লঞ্চের জন্য অনুরাগীদের আরও…

Royal-Enfield-Classic-350

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ ভারতের বাজারে ২০২৫ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (2025 Royal Enfield Classic 350) অফিশিয়ালি আত্মপ্রকাশ করল। আনুষ্ঠানিক লঞ্চের জন্য অনুরাগীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর, ২০২৪-এ লঞ্চ হচ্ছে এই জনপ্রিয় মোটরসাইকেলটি। ওইদিনই এর দাম ঘোষিত হবে। তবে এর যাবতীয় ফিচার্স ও স্পেসিফিকেশন এখনই প্রকাশ করেছে কোম্পানি। সবচেয়ে বড় বিষয়, ২০২৫ ক্লাসিক ৩৫০ চোখ ধাঁধানো নতুন রঙের বিকল্প ও কিছু নয়া ফিচার সহ এসেছে। আসুন সেগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

2025 Royal Enfield Classic 350-এ নতুনত্ব কী রয়েছে?

   

উল্লেখ্য, এর আগে ২০২১-এ তাৎপর্যপূর্ণ আপডেট সহ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। এতদিন পর ফের আপডেট পেল মডেলটি। এতে দেওয়া হয়েছে একটি নতুন এলইডি হেড ল্যাম্প ও টেললাইট, একটি ইউএসবি চার্জিং পোর্ট, কয়েকটি ভ্যারিয়েন্টে অ্যাডজাস্টেবল লিভার এবং নয়া ইন্সট্রুমেন্ট কনসোল। উল্লেখযোগ্য বিষয়, বহু ক্রেতার সাধ পূরণ করে অবশেষে এলইডি হেড ল্যাম্প সহ বাজারে এল এই বাইক।

নতুন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ একাধিক কালার অপশন সহ হাজির হয়েছে। এগুলি হল – কন্ট্রাস্ট ক্রোম সহ ডার্ক গ্রীন, যোধপুর ব্লু, ম্যাড্রাস রেড, মেডালিয়ন ব্রাউন, কমান্ডো স্যান্ড এবং ব্ল্যাক। জানিয়ে রাখি, সিঙ্গেল চ্যানেল এবিএস সহ রেডিচ কালার স্কিমের বিক্রি জারি রাখবে বলে জানিয়েছে কোম্পানি।

2025 Royal Enfield Classic 350 : স্পেসিফিকেশন

উপরিউক্ত পরিবর্তনগুলি ছাড়া নতুন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর বৈশিষ্ট্যে কোন বদল ঘটানো হয়নি। আগের মতই এটি একটি টুইন ডাউনটিউব স্পাইন ফ্রেমের উপর ভিত্তি করে এসেছে। এতে রয়েছে আগেকার ৩৪৯ সিসি, J-সিরিজ সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৬,১০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে গতি তোলায় সহায়তা করতে দেওয়া হয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।

হার্ডওয়্যারের বৈশিষ্ট্য হিসেবে ২০২৫ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এ রয়েছে ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ৬-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক রিয়ার অ্যাবজর্বার। আবার টপ-ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সহ ৩০০ মিমি ফ্রন্ট ও ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। তবে বেস মডেলে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সহ ১৫৩ মিমি রিয়ার ড্রাম ব্রেক। সামনে ১৯ ইঞ্চি ও পেছনে ১৮ ইঞ্চি স্পোক হুইলে ছুটবে বাইকটি। তবে কয়েকটি নির্দিষ্ট ভ্যারিয়েন্টে অ্যালয় হুইল উপলব্ধ রয়েছে।

ইউরোপের বাজার কাঁপিয়ে এমাসে ভারতে লঞ্চ হচ্ছে Audi Q8 facelift, মিলবে দুর্ধর্ষ ফিচার্স

2025 Royal Enfield Classic 350 : প্রতিদ্বন্দ্বী ও সম্ভাব্য দাম 

নতুন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বাজারে রয়েছে Jawa 42 Benelli Imperiable 400, Jawa 350, Honda H’ness 350 ও Yezdi Roadster। এছাড়াও প্রতিপক্ষের তালিকায় উপস্থিত Hero Mavrick 440 ও Triumph Speed 400। বাইকটির বর্তমান বাজার মূল্য ১.৯৩ লক্ষ থেকে শুরু করে ২.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। নয়া মডেলটির দাম সামান্য বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে।