বেশি মাইলেজ দিয়ে পুষিয়ে দেবে, একেবারে সস্তার এই 5 বাইক না দেখলে মিস করবেন

আজও সিংহভাগ ভারতবাসী সস্তার এবং বেশি মাইলেজ প্রদানকারী মোটরসাইকেলের প্রতি আকৃষ্ট হন। কেনার আগে এমন মডেলেরই খোঁজ করে থাকেন তাঁরা। বিশ্বের মধ্যে বৃহত্তম টু হুইলারের…

Most-Fuel-Efficient-Bikes

আজও সিংহভাগ ভারতবাসী সস্তার এবং বেশি মাইলেজ প্রদানকারী মোটরসাইকেলের প্রতি আকৃষ্ট হন। কেনার আগে এমন মডেলেরই খোঁজ করে থাকেন তাঁরা। বিশ্বের মধ্যে বৃহত্তম টু হুইলারের বাজার ভারতে উক্ত সেগমেন্টে Hero, TVS, Honda ও Bajaj-এর মত সংস্থাগুলির দাপট সর্বাধিক। এরা সস্তায় দারুণ মাইলেজ দেয় এমন বেশ কয়েকটি বাইক বিক্রি করে এদেশে। ফিচারের দিক থেকেও এগুলির জুড়ি মেলা ভার। আজকের এই প্রতিবেদনে সেরা মাইলেজ প্রদানকারী ও সস্তার ৫টি সেরা মোটরসাইকেল সম্পর্কে দেখে নেব।

TVS Radeon (দাম ৬২,৬৩০ টাকা)

   

তালিকার সর্বপ্রথম স্থানে রয়েছে TVS Radeon। এই সস্তার বাইকটিতে উপস্থিত একটি ১১০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন। প্রতি লিটারে এটি ৬৯.৩ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এতে বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে ড্রাম ব্রেক, স্পেশাল এডিশনে আবার ডিস্ক ব্রেক উপলব্ধ রয়েছে। উন্নত সুরক্ষার জন্য আছে সংস্থার সিঙ্ক্রোনাইজড ব্রেকিং প্রযুক্তি। এছাড়া উপস্থিত একটি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, অপশনাল ইউএসবি চার্জিং পোর্ট এবং এলইডি ডিআরএল।

Hero Splendor Plus (দাম ৭৫,৪৪১ টাকা)

Hero Splendor Plus দেশের অসংখ্য মানুষের অতি প্রিয় মোটোরবাইক। কারণ এটি সস্তার এবং অল্প তেল খরচ। এতে রয়েছে একটি ৯৭.২ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন। এতে বৈশিষ্ট্যের মধ্যে আছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল শক অ্যাবজর্বার এবং দু’চাকায় ড্রাম ব্রেক। হিরোর (Hero) এই বাইকটির ওজন ১১২ কেজি। 

Honda Livo (দাম ৭৮,৬৫০ টাকা)

তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে Honda Livo। লঞ্চের পর থেকেই বাজারে সাড়া জাগিয়েছে মডেলটি। একটি ১০৯.৫১ সিসি BS6 ইঞ্জিনে ছোটে। ১১৩ কেজি ওজনের এই বাইকে রয়েছে টিউবলেস টায়ার, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, সামনে ও পেছনে ড্রাম ব্রেক। আবার ফ্রন্ট ডিস্ক ব্রেকের সঙ্গেও উপলব্ধ। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং স্প্রিং-লোডেড হাইড্রলিক ডুয়েল শক অ্যাবজর্বারে ছোটে এই বাইক।

Hero Splendor Plus Xtec (দাম ৭৯,৯১১ টাকা)

দামের দিক থেকে তালিকার চতুর্থ স্থানে থাকা Hero Splendor Plus Xtec-এ একটি ৯৭.২ সিসি BS6 ইঞ্জিন বর্তমান। ফিচার্স হিসেবে এতে রয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যি এই সেগমেন্টে প্রথম বলে দাবি করা হয়েছে। ব্লুটুথ সহ এই ডিসপ্লেতে কল, এসএমএস অ্যালার্ট এবং রিয়েল-টাইম মাইলেজ ভেসে ওঠে।। এটি একটি USB চার্জারের সাথে আসে এই বাইক।

পিক্সেল 9 লঞ্চ করেই বড় সিদ্ধান্ত গুগলের, এই ফোনগুলির দাম কমানোর ঘোষণা

Hero Xtreme 125R (দাম ৯৫,০০০ টাকা)

তালিকার সর্বশেষে থাকা Hero Xtreme 125R-এ রয়েছে একটি ১২৪.৭ সিসি ইঞ্জিন। এর মাইলেজ ৬৬ কিমি/লিটার। ১৩৬ কাজি ওজনের বাইকটিতে রয়েছে স্পোর্টি ডিজাইন। ফিচার হিসেবে উপস্থিত লো-স্লাঙ্গ, ফুল-এলইডি হেডল্যাম্প, স্প্লিট সিট সেটআপ। বিভিন্ন কালার অপশনে বেছে নেওয়া যায় এই বাইক।