অগস্টের শেষে এসে স্কুটিপ্রেমীদের জন্য খুশির খবর শোনাল হোন্ডা (Honda)। দেশের সর্বাধিক বিক্রিত স্কুটিতে চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট। আশা করি কোন মডেল এতক্ষণে আর বুঝতে বাকি নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। হোন্ডা অ্যাক্টিভা ৬জি-র (Honda Activa 6G) কথাই বলা হচ্ছে। বর্তমানে এই মডেলে হোন্ডার বিভিন্ন অঞ্চলের ডিলারের পক্ষ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করা হয়েছে। এদিকে নতুন প্রজন্মের TVS Jupiter 110 লঞ্চের কিছুদিনের মধ্যেই এই অফার নিয়ে এসেছে ডিলাররা।
ডিলার সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের জন্য এই অফার চালু থাকবে। স্টক খালি করার জন্যই এই পদক্ষেপ বলে অনুমান। পুজোর আগে সমস্ত ডিলারে টু হুইলারের নতুন মডেলের সম্ভার বাড়াতে চায়। সেজন্য প্রয়োজন আরও বেশি জায়গা। তাই এর প্রস্তুতি শুরু করা হয়েছে।
অ্যাডভেঞ্চার করা যাবে চুটিয়ে! এ বছরই লঞ্চ হচ্ছে নতুন KTM 390 Adventure Enduro
এদিকে বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া নয়া ভার্সনের TVS Jupiter 110-এর দাম হোন্ডা অ্যাক্টিভা-র চাইতে কম। আবার এতে রয়েছে বহু আধুনিক ফিচার্স। তাই হোন্ডা এই বিষয়ে চাপে রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। তাই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ সংস্থার।
উল্লেখ্য, হোন্ডার এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে স্কুটারটি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।