HomeBusinessAutomobile Newsবাজারে এল Honda SP Sign বিএস ৬ নতুন ভ্যারিয়েন্ট, ফিচার জানুন সবিস্তারে

বাজারে এল Honda SP Sign বিএস ৬ নতুন ভ্যারিয়েন্ট, ফিচার জানুন সবিস্তারে

- Advertisement -

#HondaSPSign একটা সময় ছিল যখন ভারতের রাস্তায় দেখা মিলতো শুধুমাত্র ইংল্যান্ড নির্মিত রয়েল এনফিল্ড কিংবা ভারতীয় প্রযুক্তিতে নির্মিত রাজদূত বাইকের। কিন্তু সময়ের সাথে পারলা না দিতে পেরে প্রকৃতির নিয়মে তারা মুছে গিয়েছে অনেক দিন তবে বর্তমানে রয়েল এনফিল্ড বাজারে বেশ দাপিয়ে বেড়ায়। তবে দামের দিক থেকে তা মধ্যবিত্তের নাগালের বাইরে সেই সাথে মাইলেজ দেয় খুব কম।

অন্যদিকে সম্প্রতি ভারতের বাইকের মার্কেট দখল করেছে বিভিন্ন দেশে-বিদেশি সংস্থা যার মধ্যে অন্যতম হলো হোন্ডা। একটা সময় ভারতে রাজ করতো হিরোহোন্ডা কিন্তু সময়ের সাথে এই দুই সংস্থা নিজেদের আলাদা করে উপস্থাপন করেছে ভারতের বাজারে। আর হোন্ডার বাইক বলতে গেলেই সবার প্রথমে মাথায় আসে, হন্ডা এসপি সাইন ১২৫।

   

যার দাম মধ্যবিত্তের পকেটের মধ্যে এবং মাইলেজ অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই বেশি। সম্প্রতি সংস্থা তাদের এই জনপ্রিয় বাইকের আরো বেশ কিছু নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে যার মধ্যে রয়েছে বিএস ৬ ফেজ ২। তাহলে এখন জেনে নেওয়া যাক নতুন নেই বাইকের দাম সম্পর্কে। ভারতীয় বাজারে এই বাইকের এক শোরুম প্রাইস রাখা হয়েছে ৮৯০০০ টাকার কিছু বেশি।

যার মধ্যে রয়েছে ডিস ব্রেক এবং আরো একটি মডেল রয়েছে পুরোপুরি ড্রাম ব্রেক সম্পন্ন। দ্বিতীয় এই মডেলটি দাম রাখা হয়েছে ৮৫ হাজার টাকার কিছু বেশি। সেই সাথে থাকছে ডিজিটাল ডিসপ্লে এলইডি হেড লাইট এবং আরও অত্যাধুনিক ফিচার। অন্যদিকে থাকছে ৫ স্পীড গিয়ার বক্স যা আগের থেকে গতি বাড়াবে বাইকের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular