ভারতের রাস্তায় ছুটবে Citroen C3X, সাধ্যের দামে মিলবে দুর্দান্ত সব ফিচার

সিট্রোয়েন ভারতীয় বাজারে তাদের নতুন SUV মডেল Citroen C3X লঞ্চ করেছে, যার প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৭.৯১ লাখ টাকা। কোম্পানির Citroen 2.0 – “Shift Into the…

Citroen C3X launched

সিট্রোয়েন ভারতীয় বাজারে তাদের নতুন SUV মডেল Citroen C3X লঞ্চ করেছে, যার প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৭.৯১ লাখ টাকা। কোম্পানির Citroen 2.0 – “Shift Into the New” কৌশলের অংশ হিসেবে আনা এই মডেলটি। স্ট্যান্ডার্ড Citroen C3-এর উপর ভিত্তি করে তৈরি হলেও এতে রয়েছে বেশ কিছু প্রিমিয়াম ফিচার ও প্রযুক্তি। যেখানে C3-কে ‘hatch with a twist’ বলা হয়েছিল, সেখানে C3X-কে সরাসরি SUV হিসাবে বাজারজাত করছে সিট্রোয়েন। Stellantis India-এর এমডি ও সিইও শৈলেশ হাজেলা জানিয়েছেন, এই গাড়ি ভারতীয় রাস্তায় সর্বোত্তম পারফরম্যান্স, কম মেইনটেন্যান্স খরচ ও গ্রাহকদের জন্য সেরা ভ্যালু প্রদান করবে।

Citroen C3X: নতুন ফিচার

Citroen C3X-এ স্ট্যান্ডার্ড C3-এর তুলনায় ১৫টি নতুন ফিচার যোগ হয়েছে। এর মধ্যে অন্যতম হলো Citroën-এর Proxi-Sense Passive Entry ও Push Start সিস্টেম, সেগমেন্টে প্রথম হ্যান্ডস-ফ্রি অ্যাক্সেস সেটআপ, এবং ক্রুজ কন্ট্রোল উইথ স্পিড লিমিটার। নিরাপত্তার ক্ষেত্রে যুক্ত হয়েছে HALO 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম, যা সাতটি ভিউয়িং অ্যাঙ্গেল দেয়। এছাড়া গাড়িতে রয়েছে অটো-ডিমিং ইনসাইড রিয়ারভিউ মিরর, LED Vision প্রজেক্টর হেডল্যাম্প, LED প্রজেক্টর ফগ ল্যাম্প, LED DRL এবং LED ইন্টেরিয়র লাইটিং।

   

ক্যাবিনে যুক্ত হয়েছে মেট্রোপলিটন লেদারেট র‍্যাপড ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ২৬ সেমি (১০.২৫ ইঞ্চি) Citroen Connect টাচস্ক্রিন, যা ওয়্যারলেস Apple CarPlay ও Android Auto সাপোর্ট করে। ভারতের গরম আবহাওয়ার কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে ট্রপিক্যালাইজড অটোমেটিক এয়ার কন্ডিশনিং। যাত্রীদের সুবিধার্থে রয়েছে রিয়ার USB টাইপ-সি চার্জিং পোর্ট ও ৩১৫ লিটারের বুট স্পেস।

2025 Yezdi Roadster ইঞ্জিন আপগ্রেড পেল, রইল দাম সহ নানান খুঁটিনাটি

Advertisements

ইঞ্জিন ও পারফরম্যান্স

C3X দুই ধরনের পেট্রোল ইঞ্জিন বিকল্পে পাওয়া যাবে। একটি হলো ১.২ লিটার PureTech 82 ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, যা ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত। অন্যটি ১.২ লিটার PureTech 110 টার্বোচার্জড ইঞ্জিন, যা ৬-স্পিড ম্যানুয়াল বা ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্সে পাওয়া যাবে। টার্বো ভ্যারিয়েন্টটি ০–১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে ১০ সেকেন্ডেরও কম সময়ে এবং এআরএআই সার্টিফায়েড মাইলেজ দেয় সর্বোচ্চ ১৯.৩ কিমি/লিটার।

দাম ও ডেলিভারি

Citroen C3X-এর দাম ₹৭.৯১ লাখ থেকে শুরু হয়ে টার্বো অটোমেটিক ভ্যারিয়েন্টে গিয়ে ₹৯.৮৯ লাখ পর্যন্ত পৌঁছেছে (এক্স-শোরুম)। HALO 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম কিছু নির্দিষ্ট ট্রিমে অ্যাড-অন হিসেবে নেওয়া যাবে। বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং গাড়ির ডেলিভারি ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে।