Citroen Basalt-এর ফাঁকা মাঠে গোল দেওয়ার দিন শেষ, দু’দিন বাদেই বাজারে আসছে Tata Curvv ICE

আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। আগামী ২ সেপ্টেম্বর ভারতের এসইউভি গাড়ির বাজারে লঞ্চ হচ্ছে টাটার অতি সাধের গাড়ি টাটা কার্ভ আইসিই (Tata Curvv ICE)। জানিয়ে…

Tata-Curvv-ICE

আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। আগামী ২ সেপ্টেম্বর ভারতের এসইউভি গাড়ির বাজারে লঞ্চ হচ্ছে টাটার অতি সাধের গাড়ি টাটা কার্ভ আইসিই (Tata Curvv ICE)। জানিয়ে রাখি, চলতি মাসের শুরুতে (৭ অগস্ট) ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে পা রেখেছিল কার্ভ ইভি। এবারে এর জীবাশ্ম জ্বালানি ভার্সন আনতে চলেছে টাটা। 

উল্লেখ্য, Curvv EV লঞ্চের সময়ই টাটা তাদের Curvv ICE-এর উপর থেকে পর্দা সরিয়েছিল। লঞ্চের দিনই এর দাম ঘোষণা করা হবে। জানিয়ে রাখি, এই গাড়িটি দেশের ক্যুপ সেগমেন্টে প্রথম ইলেকট্রিক মডেল। এদিকে বাজারে ক্যুপ আইসিই মডেলটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Citroen Basalt। এটি কয়েকদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই টাটার ক্যুপ ইভি মডেলটি মানুষের থেকে ভালো সাড়া পেয়েছে। চলুন Tata Curvv ICE সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

   

Tata Curvv ICE : ডিজাইন

সম্মুখের ডিজাইন হিসেবে টাটা কার্ভ আইসিই-তে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল সহ স্প্লিট হেডল্যাম্প, সামনে ও পেছনে এলইডি লাইট বার, এলইডি হেডলাইট, ডুয়েল টোন অ্যালয় হুইল, ফ্ল্যাশ ফিটিং ডোর হ্যান্ডেল ও এলইডি টেললাইট। পাঁচটি কালার অপশনে বেছে নেওয়া যাবে এই গাড়ি।

Hyundai-এর এই দুই গাড়ি কিনলেই লোভনীয় ছাড়, শোরুমে হুড়োহুড়ি ক্রেতাদের

Tata Curvv ICE : ইঞ্জিন

Tata Curvv ICE তিন ধরণের ইঞ্জিনের বিকল্পে আসবে। যথা ১.২ লিটার টার্বো পেট্রোল (১১৮ বিএইচপি ও ১৭০ এনএম ), ১.৫ লিটার ডিজেল (১১৫ বিএইচপি ও ২৬০ এনএম), এবং নতুন ১.২ লিটার জিডিআই টার্বো পেট্রোল ইঞ্জিন (১২৫ বিএইচপি ও ২২৫ এনএম)। ট্রান্সমিশন হিসেবে থাকবে সিক্স স্পিড ম্যানুয়াল ও সেভেন স্পিড ডিসিটি। তাৎপর্যপূর্ণ বিষয়, ভারতে এই প্রথম ডিজেল ইঞ্জিন যুক্ত কোন গাড়ি সেভেন স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন পেতে চলেছে। 

Tata Curvv ICE : ফিচার্স

গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে টাটা কার্ভ আইসিই-তে (Tata Curvv ICE) ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম, প্যানোরামিক সানরুফ, রিয়ার এসি ভেন্টস, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জার, পাওয়ার্ড টেলগেট, অটো-হোল্ড ফাংশন ও দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটের দেখা মিলবে। এর দাম ১২ থেকে ১৮ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে ধার্য করা হবে বলে অনুমান করা হচ্ছে।