অগস্টে 2.20 লাখ সস্তায় কিনুন Mahindra XUV700, শুধু এই ভ্যারিয়েন্টেই মিলবে ছাড়

জুলাইয়ের পর এবার অগস্টেও এক্সইউভি৭০০ (XUV700) কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে মাহিন্দ্রা (Mahindra)। আগের মাসে গাড়িটির AX7 ও AX7 L ভ্যারিয়েন্টের মূল্যে কাটছাঁট করার পর, এবার…

Mahindra-XUV700

জুলাইয়ের পর এবার অগস্টেও এক্সইউভি৭০০ (XUV700) কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে মাহিন্দ্রা (Mahindra)। আগের মাসে গাড়িটির AX7 ও AX7 L ভ্যারিয়েন্টের মূল্যে কাটছাঁট করার পর, এবার চলতি মাসে AX5 ও AX3-এর দাম কমানো হল। এর টপ-স্পেক ভ্যারিয়েন্টটির দাম ২.২০ লাখ টাকা হ্রাস করা হয়েছে। চলুন অগস্টে মাহিন্দ্রা এক্সইউভি৭০০ (Mahindra XUV700) কতটা সস্তা হল জেনে নেওয়া যাক।

অগস্ট, ২০২৪-এ Mahindra XUV700 সস্তা হল

   

Mahindra XUV700-এর AX5 Diesel AT 7S ট্রিম পূর্বের তুলনায় ৭০,০০০ টাকা সস্তা হয়েছে। আবার AX5 Petrol MT 7S, ESP যুক্ত AX5 Petrol MT 7S এবং AX5 Diesel MT 75 ভ্যারিয়েন্ট কিনলে ৫০,০০০ টাকা সাশ্রয় করা যাবে। এছাড়া AX5 Diesel AT 5S ও AX3 Diesel AT 75 আগের চাইতে কেনার খরচ ২০,০০০ টাকা কমিয়েছে। অর্থাৎ এখন মাহিন্দ্রা এক্সইউভি৭০০-এর দামের রেঞ্জ দাঁড়িয়েছে ১৩.৯৯ লাখ থেকে ২৬.০৪ লাখ টাকা (এক্স-শোরুম)।

বিক্রি বাড়াতেই দামে কাটছাঁট

এক্সইউভি৭০০-এর একের পর এক ভ্যারিয়েন্টের দাম কমানোর আসল উদ্দেশ্য এর বিক্রি বাড়ানো। এমনিতেই গাড়িটি সংস্থার বেস্ট-সেলিং মডেল। বেচাকেনায় আরও বেশি জোয়ার আনতে ফের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা। মূল্য হ্রাসের ফলে এবছর জুলাইয়ে গাড়িটির বিক্রি ২০২৩-এর জুলাইয়ের তুলনায় ২৫.৭৯ শতাংশ বেড়েছে। 

সদ্য লঞ্চ হওয়া Google Pixel 9 সিরিজের ফোনগুলি চার্জ হতে কত সময় নেবে, দেখুন

মাঝারি আকারে এসইউভি সেগমেন্টে সর্বাধিক জনপ্রিয় গাড়ি

মাহিন্দ্রা এক্সইউভি৭০০ মাঝারি আকারে এসইউভি সেগমেন্টে অন্যতম জনপ্রিয় গাড়ি। এ পর্যন্ত বহু মানুষের পথ চলার সঙ্গী হয়েছে এটি। ৭,৭৬৯ ইউনিট বিক্রিবাটার ফলে জুলাইয়ে সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির তালিকার দ্বিতীয় স্থান দখল করেছিল মডেলটি। বর্তমানে নিজের সেগমেন্টে ২৮.২৯ শতাংশ মার্কেট শেয়ার দখলে রেখেছে এক্সইউভি৭০০। বাজারে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Tata Safari, Harrier, MG Hector ও Hyundai Alcazar।