নয়া ভার্সন লঞ্চের এক মাসও পেরোয়নি, এরই মধ্যে 1.5 লক্ষ টাকা ডিসকাউন্ট এই গাড়িতে

এ বছর স্বাধীনতা দিবসের দিন ভারতের বাজারে লঞ্চ হয়েছে মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx)। পাঁচ দরজা ভার্সনের এই লাইফস্টাইল এসিইউভি কেতাদুরস্থ ডিজাইন সহ এসেছে।…

Mahindra-Thar

এ বছর স্বাধীনতা দিবসের দিন ভারতের বাজারে লঞ্চ হয়েছে মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx)। পাঁচ দরজা ভার্সনের এই লাইফস্টাইল এসিইউভি কেতাদুরস্থ ডিজাইন সহ এসেছে। এরই মধ্যে থার-এ মোটা অঙ্কের ডিসকাউন্টের কথা ঘোষণা করল মাহিন্দ্রা (Mahindra)। তবে এই অফার কেবলমাত্র তিন দরজা ভার্সনের থার-এ (Mahindra Thar) দেওয়া হচ্ছে। কোম্পানি জানিয়েছে, চলতি মাসে Thar 3-Door-এর টু হুইল ড্রাইভ (2WD) ও ফোর হুইল ড্রাইভ (4WD), উভয় মডেলে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে।

জানিয়ে রাখি, মাহিন্দ্রা থার পেট্রোল ও ডিজেল, দুই ধরণের জ্বালানির বিকল্পে বেছে নেওয়া যায়। ডিসকাউন্টের আওতাধীন ভ্যারিয়েন্ট কোনগুলি শুনবেন? এগুলি হচ্ছে – Thar LX Petrol AT 2WD, LX Diesel MT 2WD, LX Petrol MT 4WD, LX Petrol AT 4WD, LX Diesel MT 4WD ও LX Diesel AT 4WD। প্রতিটি মডেলেই ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ দিচ্ছে সংস্থা। 

   

অন্যদিকে, Mahindra Thar AX OPT Diesel MT 2WD-তে দেওয়া হচ্ছে ১.৩৬ লক্ষ টাকার বেনিফিট। প্রসঙ্গত, মাহিন্দ্রা থার একাধিক ইঞ্জিন অপশনে কেনা যায়। যেমন – ২.০ লিটার টার্বো পেট্রোল, ১.৫ লিটার ডিজেল এবং ২.২ লিটার ডিজেল। প্রথমটি থেকে পাওয়া যায় ১৫০ বিএইচপি শক্তি ও ৩০০ এনএম টর্ক। দ্বিতীয়টির আউটপুট ১১৭ বিএইচপি শক্তি ও ৩০০ এনএম টর্ক। আবার শেষেরটি থেকে উৎপন্ন হয় ১৩০ বিএইচপি শক্তি ও ৩০০ এনএম টর্ক। 

নতুন প্রজন্মের KTM 390 Adventure আসছে, প্রথমে কোন দেশে লঞ্চ করবে দেখুন

মাহিন্দ্রা থার-এর (Mahindra Thar) প্রতিটি মডেলে ট্রান্সমিশন হিসেবে রয়েছে একটি ৬-স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ইউনিট। উল্লেখ্য, থার-এর পাশাপাশি মাহিন্দ্রা বর্তমানে তাদের ইলেকট্রিক এসইউভি XUV400-এও অফার দিচ্ছে। এই গাড়ির EL Pro ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৩ লক্ষ টাকার ডিসকাউন্ট।

উল্লেখ্য, মাহিন্দ্রার এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।