নয়া ভার্সন লঞ্চের এক মাসও পেরোয়নি, এরই মধ্যে 1.5 লক্ষ টাকা ডিসকাউন্ট এই গাড়িতে

Mahindra Thar

এ বছর স্বাধীনতা দিবসের দিন ভারতের বাজারে লঞ্চ হয়েছে মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx)। পাঁচ দরজা ভার্সনের এই লাইফস্টাইল এসিইউভি কেতাদুরস্থ ডিজাইন সহ এসেছে। এরই মধ্যে থার-এ মোটা অঙ্কের ডিসকাউন্টের কথা ঘোষণা করল মাহিন্দ্রা (Mahindra)। তবে এই অফার কেবলমাত্র তিন দরজা ভার্সনের থার-এ (Mahindra Thar) দেওয়া হচ্ছে। কোম্পানি জানিয়েছে, চলতি মাসে Thar 3-Door-এর টু হুইল ড্রাইভ (2WD) ও ফোর হুইল ড্রাইভ (4WD), উভয় মডেলে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে।

জানিয়ে রাখি, মাহিন্দ্রা থার পেট্রোল ও ডিজেল, দুই ধরণের জ্বালানির বিকল্পে বেছে নেওয়া যায়। ডিসকাউন্টের আওতাধীন ভ্যারিয়েন্ট কোনগুলি শুনবেন? এগুলি হচ্ছে – Thar LX Petrol AT 2WD, LX Diesel MT 2WD, LX Petrol MT 4WD, LX Petrol AT 4WD, LX Diesel MT 4WD ও LX Diesel AT 4WD। প্রতিটি মডেলেই ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ দিচ্ছে সংস্থা। 

   

অন্যদিকে, Mahindra Thar AX OPT Diesel MT 2WD-তে দেওয়া হচ্ছে ১.৩৬ লক্ষ টাকার বেনিফিট। প্রসঙ্গত, মাহিন্দ্রা থার একাধিক ইঞ্জিন অপশনে কেনা যায়। যেমন – ২.০ লিটার টার্বো পেট্রোল, ১.৫ লিটার ডিজেল এবং ২.২ লিটার ডিজেল। প্রথমটি থেকে পাওয়া যায় ১৫০ বিএইচপি শক্তি ও ৩০০ এনএম টর্ক। দ্বিতীয়টির আউটপুট ১১৭ বিএইচপি শক্তি ও ৩০০ এনএম টর্ক। আবার শেষেরটি থেকে উৎপন্ন হয় ১৩০ বিএইচপি শক্তি ও ৩০০ এনএম টর্ক। 

নতুন প্রজন্মের KTM 390 Adventure আসছে, প্রথমে কোন দেশে লঞ্চ করবে দেখুন

মাহিন্দ্রা থার-এর (Mahindra Thar) প্রতিটি মডেলে ট্রান্সমিশন হিসেবে রয়েছে একটি ৬-স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ইউনিট। উল্লেখ্য, থার-এর পাশাপাশি মাহিন্দ্রা বর্তমানে তাদের ইলেকট্রিক এসইউভি XUV400-এও অফার দিচ্ছে। এই গাড়ির EL Pro ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৩ লক্ষ টাকার ডিসকাউন্ট।

উল্লেখ্য, মাহিন্দ্রার এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন