HomeBusinessAutomobile Newsপুজোয় গাড়ির স্বপ্নপূরণ! দেড় লাখ ছাড়ের অফারে কিনুন Mahindra Thar

পুজোয় গাড়ির স্বপ্নপূরণ! দেড় লাখ ছাড়ের অফারে কিনুন Mahindra Thar

- Advertisement -

সম্প্রতি ভারতের লাইফস্টাইল এসইউভি (SUV) গাড়ির বাজারে আলোড়ন জাগিয়ে লঞ্চ হয়েছে পাঁচ দরজার Mahindra Thar Roxx। বর্তমানে গাড়িটির বুকিং চলছে। শীঘ্রই ডেলিভারিও শুরু হবে। এহেন পরিস্থিতিতে ‘আদি’ থার গাড়িতে ‘ফেস্টিভ সিজন’-এর ঘোষণা করল মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। তিন দরজা যুক্ত Mahindra Thar এখন দেড় লক্ষ টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। এই অ্যাডভেঞ্চার লাইফস্টাইল এসইউভি গাড়িটির বর্তমান এক্স-শোরুম মূল্য ১১.৩৫ লক্ষ থেকে ১৭.৬০ লক্ষ টাকা। ২০১০-এ দেশের বাজারে প্রথম পা রেখেছিল গাড়িটি।

প্রায় এক দশক বাদে থার-এর দ্বিতীয় প্রজন্মের মডেল বাজারে এনেছে মাহিন্দ্রা। মডেলটি ১.৭৬ লক্ষ বুকিং পার করার কথা জানিয়েছে সংস্থা। চলুন মডেলটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

   

Mahindra Thar Roxx : স্পেসিফিকেশন

মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx) দু’ধরনের ইঞ্জিন বিকল্পে এসেছে। এর ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থেকে ১৭৪ বিএইচপি শক্তি ও ৩৮০ এনএম টর্ক এবং ২.২ লিটার টার্বো মোটর থেকে ১৭২ বিএইচপি শক্তি ও ৩৭০ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন অপশনে বেছে নেওয়া যাবে। ভবিষ্যতে এই গাড়ি রিয়ার হুইল ড্রাইভ ও 4×4 অপশনে আসবে।

Mahindra Thar Roxx : দাম ও ভ্যারিয়েন্ট

মাহিন্দ্রা থার রক্স মোট ৬টি ভ্যারিয়েন্টে এসেছে। এগুলি হল – MX1, MX3, MX5, AX3L, AX5L এবং AX7L। মডেলগুলির দাম ১২.৯৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। আবার টপ-এন্ড ভ্যারিয়েন্টটি কিনতে খরচ পড়বে ২০.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। বর্তমান দামগুলি রিয়ার-হুইল ড্রাইভ (RWD) ট্রিমের। 4×4 ভ্যারিয়েন্টগুলির মূল্য এখনও ঘোষণা করা হয়নি।

উন্মোচিত হল নতুন প্রজন্মের Ducati Scrambler, ভারতে লঞ্চ কবে?

সদ্য লঞ্চ হওয়া মাহিন্দ্রা থার রক্স সংস্থার এম-গ্লাইড প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। এতে রয়েছে ডবল উইসবোন ফ্রন্ট এবং পেন্টা লিঙ্ক রিয়ার সাসপেনশন। কোম্পানি জানিয়েছে, এই নতুন প্ল্যাটফর্মের উপর তৈরি গাড়িটি আগের চাইতে ১৮% হালকা। এর ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি ৬৫০ মিমি। এর টপ-ট্রিমে রয়েছে ১৯ ইঞ্চি অ্যালয় হুইল, আবার লোয়ার ট্রিম ১৮ ইঞ্চি অ্যালয় হুইলে ছোটে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular