80,000 টাকা ছাড়ে কিনুন Hyundai-এর চার জনপ্রিয় গাড়ি

Hyndai's-puja-discount

আজ দ্বিতীয়া। ইতিমধ্যেই বহু মন্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। পুজোর কেনাকাটা প্রায় শেষ লগ্নে উপস্থিত। এহেন পরিস্থিতিতে হুন্ডাই মোটর (Hyundai Motor) তাদের চারটি জনপ্রিয় গাড়িতে লোভনীয় ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করল। যার মধ্যে রয়েছে এসইউভি (SUV) গাড়ি। অফারের আওতাধীন মডেলগুলি হচ্ছে – Hyundai Exter, Venue, i20 ও Grand i10 Nios। চলতি মাস অর্থাৎ অক্টোবর জুড়ে এগুলি ব্যাপক ছাড়ে কেনা যাবে। আবার বেশ কয়েকটি সিএনজি গাড়িতেও অফার চালু করেছে হুন্ডাই।

Advertisements

Hyundai-এর ডিসকাউন্ট

Hyundai-এর বিভিন্ন গাড়ির হরেক ভ্যারিয়েন্টে লোভনীয় ডিসকাউন্ট দিচ্ছে হুন্ডাই। সর্বোচ্চ ৮০,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি সুবিধা মিলবে Venue-তে। সাব-কম্প্যাক্ট এসইউভি মডেলটি বর্তমানে ৮০,৬২৯ টাকায় কেনা যাচ্ছে। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Tata Nexon ও Maruti Brezza। আবার অফারে ২১,৬২৮ টাকার প্যাকেজ মাত্র ৬,০০০ কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। 

ছাড়ের তালিকার পরবর্তী মডেলটি হচ্ছে Hyundai Exter। কোরিয়ান সংস্থার এই বেস্ট সেলিং গাড়িটি এই মুহূর্তে ৪২,৯৭২ টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ৫,০০০ টাকা মূল্যে ১৭,৯৭১ টাকার অ্যাক্সেসরি প্যাকেজ। আবার এক্সটারের সিএনজি ভার্সনেও ছাড় দেওয়া চলছে।

Advertisements

রাস্তায় সবাই তাকাবে, 776 সিসি শক্তিশালী স্পোর্টস বাইক লঞ্চ হল ভারতে

Hyundai-এর ডিসকাউন্টের তালিকায় থাকা মডেলের মধ্যে উপস্থিত Grand i10 Nios হ্যাচব্যাক। সংস্থার সবচেয়ে ছোট এই গাড়ি এখন ৫৮,০০০ টাকা ডিসকাউন্টের সঙ্গে বাড়ি আনার সুযোগ দেওয়া হচ্ছে। আবার স্ট্যান্ডার্ড ও N Line ভার্সনে উপলব্ধ i20-তে ৫৫,০০০ টাকা সাশ্রয় করা যাচ্ছে।