১৫ অগস্ট ভারতে আসছে BSA-র এই ঐতিহাসিক বাইক, চাপে Royal Enfield

মাহিন্দ্রার অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস (Classic Legends) ভারতীয়দের নতুন নতুন মোটরসাইকেলের স্বাদ দিতে বদ্ধপরিকর। তাই একের পর এক টু হুলার ব্র্যান্ড এনে চলেছে তারা। জাওয়া (Jawa)…

BSA-Gold-Star

মাহিন্দ্রার অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস (Classic Legends) ভারতীয়দের নতুন নতুন মোটরসাইকেলের স্বাদ দিতে বদ্ধপরিকর। তাই একের পর এক টু হুলার ব্র্যান্ড এনে চলেছে তারা। জাওয়া (Jawa) ও ইয়েজদি’র (Yezdi) পর এবারে ক্লাসিক লেজেন্ডসের তত্ত্বাবধানে আরও একটি নতুন ব্র্যান্ড দেশের মাটিতে পা রাখতে চলেছে। এটি হচ্ছে ব্রিটেনের প্রখ্যাত মোটরসাইকেল নির্মাতা বিএসএ (BSA)। সংস্থার প্রথম মডেল হিসেবে বাজারে আসছে অতি জনপ্রিয় বাইক বিএসএ গোল্ড স্টার (BSA Gold Star)। সূত্রের খবর, আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারতের বাজারে লঞ্চ হবে এটি। এদিকে লঞ্চের আগেই বিএসএ গোল্ড স্টার সম্পর্কে নানান খুঁটিনাটি সামনে এসেছে। আর কথা না বাড়িয়ে চলুন সেসব জেনে নেওয়া যাক।

বিএসএ গোল্ড স্টার : ডিজাইন

   

ডিজাইনে নিজেস্ব ঘরানা বজায় রেখেই ভারতের বাজারে আসতে চলেছে বিএসএ গোল্ড স্টার। এতে রয়েছে একাধিক ক্রোম ফিনিশিং সহ একটি ক্লাসিক মেটাল ট্যাঙ্ক, সিঙ্গেল পিস সিট, টুইন-পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং স্পোক হুইল। সবমিলিয়ে মোটরসাইকেলটি অসাধারণ ক্লাসিক লুক পেয়েছে। 

বিএসএ গোল্ড স্টার : হার্ডয়্যার ও ফিচার্স

প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার শক, ১৮-ইঞ্চি ফ্রন্ট এবং ১৭-ইঞ্চি রিয়ার টায়ার, ডুয়েল-চ্যানেল এবিএস সহ উভয় প্রান্তে ডিস্ক ব্রেক এবং টুইন অ্যানালগ মিটার সহ আসছে এই বিএসএ গোল্ড স্টার। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে থাকছে, বিভিন্ন এবিএস মোড, ট্রাকশন কন্ট্রোল ইত্যাদি।

বিএসএ গোল্ড স্টার : ইঞ্জিন স্পেসিফিকেশন

বিএসএ গোল্ড স্টার-এ শক্তির উৎস হিসেবে থাকছে একটি সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৫ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপাদিত হবে। পাঁচ গতির গিয়ারবক্সের সঙ্গে আসছে এই বাইক।

ফুল চার্জে ছুটবে ৫৮৫ কিমি, টাটা লঞ্চ করল দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ি

বিএসএ গোল্ড স্টার : দাম ও প্রতিদ্বন্দ্বী

ভারতে টু হুইলারের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিপক্ষদের কাছাকাছি মূল্য ধার্য করা প্রয়োজন। বিএসএ গোল্ড স্টার, তেমন মূল্যেই বাজারে লঞ্চ হবে বলে খবর। বাজার ধরতে এর দাম ৩ লাখের কম রাখা হতে পারে। এদিকে বাইকটির অন্যতম প্রতিদ্বন্দ্বী Royal Enfield Interceptor কিনতে বর্তমানে খরচ পড়ে ৩.০৩ লাখ টাকা (এক্স-শোরুম)।