Brixton Storr 500-এর ভারতে লঞ্চ পিছিয়ে গেল, কবে আসবে দেখুন

অস্ট্রিয়ার বাইক ব্র্যান্ড Brixton-এর নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার Storr 500 ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল আসন্ন ইন্ডিয়া বাইক উইক 2025-এ। ভারতে Brixton-এর ডিস্ট্রিবিউটর MotoHaus এই পরিকল্পনা…

Brixton Storr 500

অস্ট্রিয়ার বাইক ব্র্যান্ড Brixton-এর নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার Storr 500 ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল আসন্ন ইন্ডিয়া বাইক উইক 2025-এ। ভারতে Brixton-এর ডিস্ট্রিবিউটর MotoHaus এই পরিকল্পনা করেছিল। কিন্তু কোম্পানি এখন নিশ্চিত করেছে যে লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে এবং এটি পরবর্তী সময়ে হবে। সর্বশেষ খবর অনুযায়ী, Brixton Storr 500 ভারতে আসতে পারে জানুয়ারি-ফেব্রুয়ারি 2026-এর মধ্যে।

Advertisements

IBW ভেন্যু বদলের প্রভাব?

প্রতি বছর গোয়ায় হওয়া ইন্ডিয়া বাইক উইক এবার গোয়ার জিলা পঞ্চায়েত নির্বাচনের (20 ডিসেম্বর) কারণে পঞ্চগনিতে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এটি নিশ্চিত নয়, তবে ভেন্যু বদলের কারণেই Brixton ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। একইভাবে BMW Motorradও জানিয়েছে যে তারা IBW 2025-এ অংশ নেবে না। BMW সেখানে তাদের প্রতীক্ষিত F 450 GS লঞ্চ করার কথা ছিল।

   

Brixton Storr 500-এর ইঞ্জিন ও পারফরম্যান্স

Storr 500-এ রয়েছে 486 সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, যা 47 বিএইচপি পাওয়ার ও ৪৩ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত। চ্যাসি হিসেবে টিউবুলার স্টিল ফ্রেম, সামনে আপসাইড-ডাউন ফর্ক এবং পিছনে লিঙ্কড মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। 19/17 ইঞ্চি চাকায় পিরেলি স্করপিও ব়্যালি এসটিআর নবি টায়ার লাগানো।

ফিচার্সে কোনো কমতি নেই

বাইকে আছে সুইচেবল এবিএস, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, ফুল এলইডি লাইটিং এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এ বছরের শুরুতে অস্ট্রিয়ায় আমরা এই বাইকটি চালিয়েছি এবং ফার্স্ট রাইড রিভিউতে এর রাইডিং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছি।

সম্ভাব্য দাম ও প্রতিযোগী

ভারতে Brixton Storr 500-এর দাম রাখা হতে পারে প্রায় 5.50 লক্ষ টাকা (এক্স-শোরুম)। লঞ্চের পর এটি সরাসরি টক্কর দেবে Honda NX500-এর সঙ্গে।

যদিও ইন্ডিয়া বাইক উইক-এ দেখা যাবে না, তবে 2026-এর শুরুতেই ভারতের রাস্তায় দেখা যাবে Brixton-এর এই নতুন অ্যাডভেঞ্চার ট্যুরারকে। অ্যাডভেঞ্চার বাইক প্রেমীদের অপেক্ষা আর মাত্র কয়েক সপ্তাহ বাড়ল!

Advertisements