গত বছর ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA শো-তে Brixton Crossfire 500 Storr প্রথমবারের জন্য প্রদর্শিত হয়েছিল। এরপর কিছুদিন আগে ভারতের রাস্তায় টেস্টিংয়ের সময় বাইকটির দর্শন মেলে। অবশেষে জানা গেল, বহু প্রতীক্ষিত এই অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল ইন্ডিয়া বাইক উইক ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। ভারতের বাজারে অ্যাডভেঞ্চার সেগমেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে এই বাইকটির আগমন মোটরসাইকেল প্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি বড় চমক।
Brixton Crossfire 500 Storr: বুকিং ও ডেলিভারির সময়সূচি
এই বাইকের বুকিং শুরু হবে ডিসেম্বর ২০২৫ থেকে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথম দফার ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি ২০২৬-এ। ভারতীয় বাজারে লঞ্চের আগে বাইকটির প্রথম রাইড রিভিউ অস্ট্রিয়ায় অনুষ্ঠিত হবে।
ডিজাইনের ক্ষেত্রে Crossfire 500 Storr বাইকটির আলাদা আকর্ষণ রয়েছে। এর ইন্ডাস্ট্রিয়াল স্টাইলিং দেখতে অনেকটা Royal Enfield Himalayan 450 বা Husqvarna Norden 900-এর মতো। সামনে বড় ফুয়েল ট্যাঙ্ক এবং হেডল্যাম্প অ্যাসেম্বলিকে যুক্ত করা বড় ফেয়ারিং বাইকটির মাংসল চেহারাকে ফুটিয়ে তোলে। অন্যদিকে মিনিমালিস্ট টেইল সেকশন বাইকটিকে পিছন দিক থেকে বেশ স্লিক এবং প্রিমিয়াম লুক দেয়।
শক্তিশালী ইঞ্জিন
এই অ্যাডভেঞ্চার ট্যুরারের প্রাণশক্তি হচ্ছে একটি ৪৮৬ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৪৭ বিহচপি পাওয়ার ৮৫০০ আরপিএমে এবং ৪৩ এনএম টর্ক ৬৭০০ আরপিএমে উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি লিকুইড-কুলড এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। Brixton ইতিমধ্যেই এই ইঞ্জিনটি Crossfire 500XC-তে ব্যবহার করেছে, যেখানে ইঞ্জিনটি মসৃণ, শক্তিশালী এবং যথেষ্ট ব্যবহারযোগ্য প্রমাণিত হয়েছে। ফলে Storr 500 সাব-৫০০ সিসি সেগমেন্টে এক আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।
সাসপেনশন ও রাইডিং সেটআপ
বাইকটির সাসপেনশনে রয়েছে আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্কস এবং লিঙ্কড রিয়ার মনোশক। মজবুত টিউবুলার স্টিল ফ্রেম-এর উপর দাঁড়িয়ে এই বাইক চলে ১৯-ইঞ্চি ফ্রন্ট ও ১৭-ইঞ্চি রিয়ার টিউবলেস স্পোক হুইলসে। এর টায়ারে ব্যবহার করা হয়েছে Pirelli Scorpion Rally STR নবি টায়ার, যা অফ-রোড রাইডিং-এ বাড়তি আত্মবিশ্বাস দেবে।
ভারতের বাজারে লঞ্চের পর Brixton-এর এই বাইক Benelli TRK 502 এবং আসন্ন BMW F450GS-এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রিমিয়াম অ্যাডভেঞ্চার ট্যুরার ক্যাটেগরিতে এটি ক্রেতাদের জন্য এক নতুন বিকল্প হিসেবে আবির্ভূত হতে চলেছে।
সবদিক বিবেচনা করে বলা যায়, শক্তিশালী ইঞ্জিন, চিত্তাকর্ষক ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ও আধুনিক ফিচার নিয়ে Brixton Crossfire 500 Storr ভারতীয় অ্যাডভেঞ্চার ট্যুরার মার্কেটে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। ইন্ডিয়া বাইক উইক ২০২৫-এ এর আত্মপ্রকাশ নিঃসন্দেহে বাইকপ্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে দাঁড়াবে।