BMW ভারতের বাজার তোলপাড় করতে 2000cc ইঞ্জিনের বাইক আনছে, লঞ্চ কবে?

প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে BMW-র প্রতাপ চিরকালের। এবারে ফের উক্ত সেগমেন্টে বিক্রম দেখাতে প্রস্তুতি নিচ্ছে সংস্থা। বাজারে আনতে চলেছে একটি ২,০০০ সিসি ইঞ্জিনের অতি শক্তিশালী বাইক।…

BMW R20 incoming

প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে BMW-র প্রতাপ চিরকালের। এবারে ফের উক্ত সেগমেন্টে বিক্রম দেখাতে প্রস্তুতি নিচ্ছে সংস্থা। বাজারে আনতে চলেছে একটি ২,০০০ সিসি ইঞ্জিনের অতি শক্তিশালী বাইক। ২০২৫-এর মে মাসে এর কনসেপ্ট মডেল উন্মোচন করা হবে। মডেলটির নাম – BMW R20। এটি একটি রোডস্টার বাইক।

আসন্ন মডেলটির প্রসঙ্গে বিশেষ কিছু আপডেট পাওয়া যায়নি। তবে R20 ২০২৬ সালে বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে বলে জানা গিয়েছে।

   

2025 Triumph Speed Twin 900 প্রিমিয়াম বাইকের বাজার কাঁপাতে লঞ্চ হল, দাম কত শুনবেন?

BMW R20 দুর্দান্ত ইঞ্জিন এবং শক্তিশালী পারফরম্যান্স

BMW R20-তে থাকবে ২০০০ সিসি শক্তিশালী বক্সার-টুইন ইঞ্জিন। যা ১০০ বিএইচপি এবং ১৬০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি একটি ক্লাসিক রোডস্টার হলেও আধুনিক ফিচার ও পারফরম্যান্স প্রদান করবে। যদিও কনসেপ্ট মডেলটিতে সিঙ্গেল সিট ছিল, প্রোডাকশন ভার্সনে অতিরিক্ত পিলিয়ন সিট অপশন হিসেবে থাকতে পারে।

উন্নত হার্ডওয়্যার ও ডিজাইন

R20-এর স্টিল ফ্রেমকে সামনে থেকে USD ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন সাপোর্ট করবে। উভয় প্রান্তে Ohlins Blackline সিরিজের অ্যাডজাস্টেবল স্প্রিং থাকবে, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে সামনের চাকায় ডুয়াল ডিস্ক এবং পেছনে একটি ডিস্ক, যা ডুয়াল-চ্যানেল ABS সহ আসবে। BMW R20-এ ১৭ ইঞ্চির স্পোক হুইল থাকবে, যা ক্রস-স্পোক ডিজাইন হতে পারে এবং টিউবলেস টায়ার লাগানো থাকবে।

Flipkart থেকে মাত্র 85,000 টাকায় TVS iQube কিনুন, কীভাবে পাবেন এই অফার জেনে নিন

আধুনিক ফিচার

ফিচারের মধ্যে থাকবে ফুল LED লাইটিং, TFT ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল এবং উন্নত ABS সিস্টেম। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশের পর BMW এই রোডস্টার বাইকটি ভারতে আনতে পারে। R20 হতে পারে একটি স্টাইলিশ, শক্তিশালী এবং আধুনিক বাইক প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।