সেপ্টেম্বরেই বাজারে আসছে BMW-র নতুন ই-স্কুটি, শুরু অগ্রিম বুকিং

ভারতের ইলেকট্রিক টু হুইলারের বাজারে আসতে চলেছে বিএমডব্লিউ-র (BMW) নতুন স্কুটার। নাম – বিএমডব্লিউ সিই ০২ (BMW CE 02)। নতুন এই মডেলটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে লঞ্চ…

BMW-CE-02

ভারতের ইলেকট্রিক টু হুইলারের বাজারে আসতে চলেছে বিএমডব্লিউ-র (BMW) নতুন স্কুটার। নাম – বিএমডব্লিউ সিই ০২ (BMW CE 02)। নতুন এই মডেলটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সংস্থার ডিলারশিপ থেকে ইলেকট্রিক স্কুটারটির অগ্রিম বুকিং নেওয়া শুরু হয়েছে। CE 04-এর পর এটি এদেশে সংস্থার দ্বিতীয় মডেল হতে চলেছে। উল্লেখ্য, ভারতে CE 04-এর দাম রাখা হয়েছে ১৪.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

জানিয়ে রাখি, এর হেডলাইটের উপরে থাকছে একটি ছোট ফ্লাই স্ক্রিন, সোনালী রঙের ফ্রন্ট ফর্ক। আবার ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে শাড়ি গার্ড। এছাড়া এতে ৩.৫ ইঞ্চি মাইক্রো টিএফটি ডিসপ্লে’র দেখা মিলেছে। এতে উপলব্ধ বেসিচ কানেক্টিভিটি। আবার ইউএসবি চার্জিং, কিলেস এন্ট্রি এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হচ্ছে।

   

অগস্টে বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে পতন, কারণ কি দাম?

BMW CE 02-তে খুব কম বডি প্যানেল দেওয়া হয়েছে। এতে থাকছে এয়ার-কুল্ড সিঙ্ক্রোনাস মোটর এবং একটি ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। মডেলটি সিঙ্গেল ও টুইন দু’ধরণের ব্যাটারি অপশন সহ আসবে। সিঙ্গেল মডেলটির রেঞ্জ হবে ৪৫ কিলোমিটার আবার এর টপ-স্পিড হবে ৪৫ কিলোমিটার/ঘণ্টা।

আবার বড় ব্যাটারি মডেল থেকে ৯০ কিলোমিটার রেঞ্জ এবং প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার টপ-স্পিড পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে এই BMW CE 02-এর দাম ৫ লক্ষ টাকার কাছাকাছি রাখা হবে। ভারতের বাজারে এর তেমন কোন প্রতিপক্ষ নেই বললেই চলে।