BMW Motorrad ভারতে সব বাইকের দাম বাড়াল, এখন কিনতে কত বেশি খরচ পড়বে দেখুন

জানুয়ারি, ২০২৫ থেকে ভারতে ব্যবসাকারী প্রায় সকল সংস্থা মূল্যবৃদ্ধির পথ বেছে নিয়েছে। কাঁচামালের ব্যয় ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ার জন্য দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে…

BMW

জানুয়ারি, ২০২৫ থেকে ভারতে ব্যবসাকারী প্রায় সকল সংস্থা মূল্যবৃদ্ধির পথ বেছে নিয়েছে। কাঁচামালের ব্যয় ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ার জন্য দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলি। কার্যত বর্ধিত ব্যয়ের কিছুটা অংশ তারা ক্রেতাদের সঙ্গেও ভাগ করে নিতে চায়। সেই তালিকায় নাম রয়েছে জার্মান মোটরসাইকেল ব্র্যান্ড বিএমডব্লিউ মোটোরাড-এরও (BMW Motorrad)। ভারতে বিক্রিত তাদের সমস্ত বাইকের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ১ জানুয়ারি থেকে নয়া মূল্য কার্যকর হয়ে গিয়েছে।

Bajaj CT 125X চিরবিদায় জানাল, ভারতীয় বাজারে বিক্রি বন্ধের কী দোহাই দিল বাজাজ?

   

BMW Motorrad-এর মূল্যবৃদ্ধির পরিমাণ এবং প্রভাব

বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)-এর মোটরসাইকেলগুলির দাম সর্বোচ্চ ২.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে, এই মূল্যবৃদ্ধি বাইক এবং সেগমেন্ট অনুযায়ী পরিবর্তিত হবে। বর্তমানে সংস্থার সবচেয়ে সস্তার দুটি বাইক হল G310R এবং G310GS। এগুলি এন্ট্রি-লেভেল বাইক হওয়ার কারণে, এদের উপর দাম বৃদ্ধির পরিমাণ সবচেয়ে কম হবে বলে আশা করা হচ্ছে।

বেড়েছে রেঞ্জ, নতুন ফিচারযুক্ত এথার ৪৫০ সিরিজের পাঁচ গুরুত্বপূর্ণ তথ্য জানুন

অন্যদিকে, বিএমডব্লিউ মোটোরাড-এর বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রিত বা সিবিইউ (Completely Built Unit) মডেলগুলির ক্ষেত্রে দাম আরও বেশি বৃদ্ধি পেতে পারে। কারণ, এই মোটরসাইকেলগুলির দাম ইতিমধ্যেই বেশ চড়া। ব্র্যান্ডের ধারণা, সিবিইউ মডেলের ক্রেতারা অতিরিক্ত কিছু অর্থ ব্যয় করতে আগ্রহী হবেন।

বর্তমানে বিএমডব্লিউ মোটোরাড ভারতে মোট ২৪টি মোটরসাইকেল বিক্রি করে এবং ভ্যারিয়েন্ট ধরলে এই সংখ্যা ৩০-এর উপরে পৌঁছায়। আগামী কয়েক মাসের মধ্যে ব্র্যান্ডটি আরও কয়েকটি নতুন মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে।

নতুন বছরে WhatsApp-এর চমৎকার আপডেট, এনিমেটেড মেসেজের সঙ্গে চ্যাটিং হবে আরও মজাদার

R1300 GSA-এর আসন্ন লঞ্চ

বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) চলতি বছর R1300 GSA লঞ্চ করার পরিকল্পনা করছে, যা অ্যাডভেঞ্চার সেগমেন্টে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। প্রসঙ্গত, সংস্থার এই মূল্যবৃদ্ধি মোটরসাইকেল বাজারে সামান্য হলেও প্রভাব ফেলবে। তবে, ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা এবং উচ্চমানের পারফরম্যান্সের কারণে বিএমডব্লিউ-এর বিক্রয়ে খুব বেশি প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে।