HomeBusinessAutomobile Newsপুজোর আগে BMW-র চমক, একজোড়া ‘দুর্ধর্ষ’ অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করল

পুজোর আগে BMW-র চমক, একজোড়া ‘দুর্ধর্ষ’ অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করল

- Advertisement -

বিএমডব্লিউ-র বাইক মানেই একরাশ সম্ভ্রম। মধ্যবিত্তদের কাছে অবশ্য তা শুধুই স্বপ্ন। যাই হোক, সকল শ্রেণীর মানুষের কাছেই এই মোটরসাইকেল অতি পছন্দের। ক্রেতাদের ভালোবাসার কথা বিবেচনা করে পুজোর আগে বিএমডব্লিউ এক জোড়া নতুন বাইক লঞ্চ করল। এগুলি হচ্ছে – BMW F 900 GS ও BMW F 900 GS Adventure। মডেল দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১৩.৭৫ লক্ষ টাকা এবং ১৪.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। স্বভাবতই এগুলি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। 

জানিয়ে রাখি, বিএমডব্লিউ-র এই দুই বাইক অ্যাডভেঞ্চার গোত্রের। এগুলি বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রি করবে সংস্থা। অক্টোবর থেকে শুরু হচ্ছে ডেলিভারি।  F 900 রেঞ্জের এই দুই বাইক আদপে F 850 GS-এর উত্তরসূরি। এতে ৮৫৩ সিসির বদলে এখন ৮৯৫ সিসি, টুইন সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি থেকে ৮৫০০ আরপিএম গতিতে ১০৫ বিএইচপি শক্তি এবং ৬৭৫০ আরপিএম গতিতে ৯৩ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স। 

   

আকার আকৃতি, ওজন ও অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে মোটরসাইকেল দুটি একে অপরের চাইতে আলাদা। BMW F 900 GS হচ্ছে অফ-রোড কেন্দ্রিক বাইক। ব়্যালি-স্টাইল বডিওয়ার্ক যুক্ত এই বাইকের ওজন ২২৬ কেজি। এর ফুয়েল ট্যাঙ্ক ১৪.৫ লিটার। অন্যদিকে BMW F 900 GS Adventure-এর সক্ষমতা আরও বেশি। ২৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক যুক্ত এই বাইকে উপস্থিত বৃহত্তর সিট। 

তরুণ প্রজন্মের রাতের ঘুম কাড়তে Yamaha MT-15 V2-র স্পেশাল এডিশন লঞ্চ হল

উভয় মোটরবাইকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উপস্থিত রয়েছে একাধিক রাইডিং মোড, পাওয়ার মোড, ট্রাকশন কন্ট্রোল, এবিএস, বাই ডিরেকশনাল কুইক শিফ্টার এবং একটি বৃহৎ ৬.৫ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে। BMW F 900 GS দুই ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। যথা Style Passion ( সাও পাওলো ইয়েলো) এবং GS Trophy (লাইটিং/রেসিং ব্লু মেটালিক)। অন্যদিকে F 900 GS Adventure বাইকটি ব্ল্যাক স্টর্ম মেটালিক ও হোয়াইট অ্যালুমিনিয়াম ম্যাট কালারে বেছে নেওয়া যাবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular