BMW G 310 RR লিমিটেড এডিশনে লঞ্চ হল, দাম ২.৯৯ লাখ

BMW Motorrad ভারতে তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক BMW G 310 RR-এর লিমিটেড এডিশন উন্মোচন করেছে। ব্র্যান্ডটি ভারতে ১০,০০০ ইউনিট বিক্রির মাইলস্টোন অতিক্রম করার আনন্দে এই…

BMW G 310 RR Limited Edition Launched

BMW Motorrad ভারতে তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক BMW G 310 RR-এর লিমিটেড এডিশন উন্মোচন করেছে। ব্র্যান্ডটি ভারতে ১০,০০০ ইউনিট বিক্রির মাইলস্টোন অতিক্রম করার আনন্দে এই বিশেষ সংস্করণ বাজারে এনেছে। সীমিত সংখ্যায় তৈরি এই মোটরসাইকেলটি দেশের যেকোনও BMW Motorrad ডিলারশিপ থেকে কেনা যাবে। এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ২.৯৯ লক্ষ টাকা, যা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় ১৮,০০০ টাকা বেশি।

Advertisements

BMW G 310 RR: নতুন রঙে ভিজ্যুয়াল আপডেট

এই লিমিটেড এডিশন মডেলটি মূলত ভিজ্যুয়াল দিক থেকে পরিবর্তন পেয়েছে। বাইকটি দুটি শেডে উপলব্ধ – ব্ল্যাক ও হোয়াইট। উভয় ভ্যারিয়েন্টেই ফ্রন্ট ফেন্ডার, ফেয়ারিং ও ফুয়েল ট্যাঙ্কের অংশ জুড়ে রয়েছে আকর্ষণীয় ব্লু ও রেড গ্রাফিক্স। এছাড়াও উভয় চাকার রিমে বিশেষ ডেকাল যুক্ত করা হয়েছে, যা বাইকটিকে আরও স্পোর্টি চেহারা দিয়েছে। বিশেষত্বের প্রমাণস্বরূপ, বডিতে দেওয়া হয়েছে ‘১/৩১০’ ব্যাজিং, যা এর লিমিটেড প্রোডাকশনকে নির্দেশ করে।

   

ইঞ্জিন ও পারফরম্যান্স অপরিবর্তিত

যদিও লুকসে পরিবর্তন এসেছে, তবে ইঞ্জিন ও পারফরম্যান্সের ক্ষেত্রে লিমিটেড এডিশন G 310 RR একই রকম রয়ে গিয়েছে। বাইকটিতে রয়েছে একটি ৩১২.২ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ ৩৪ বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। পারফরম্যান্সের ভারসাম্য রক্ষায় বাইকটিতে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, সামনে ১১০/৭০ সেকশন টায়ার এবং পেছনে ১৫০/৬০ সেকশন মিশেলিন টায়ার ব্যবহার করা হয়েছে।

সাসপেনশনের দায়িত্বে রয়েছে সামনে ইউএসডি টেলিস্কোপিক ফর্কস এবং পেছনে মনোশক সেটআপ। অন্যদিকে, ব্রেকিংয়ের জন্য বাইকটিতে সামনে ও পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস প্রযুক্তি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১১ লিটার, আর এর মোট ওজন ১৭৪ কেজি।

আধুনিক ফিচারের সংযোজন

ফিচারের দিক থেকেও বাইকটি সমানভাবে আকর্ষণীয়। এতে রয়েছে এলইডি হেডলাইট, এলইডি টার্ন ইন্ডিকেটর ও এলইডি টেললাইট। এছাড়াও দেওয়া হয়েছে রাইডিং মোডস এবং সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, যা রাইডারকে আধুনিক অভিজ্ঞতা দেবে।

সব মিলিয়ে, নতুন রঙ ও ভিজ্যুয়াল আপডেটের মাধ্যমে BMW G 310 RR Limited Edition বাইকপ্রেমীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। যারা স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক ফিচারের সমন্বয়ে একটি প্রিমিয়াম স্পোর্টস বাইক খুঁজছেন, তাদের জন্য এই লিমিটেড এডিশন নিঃসন্দেহে এক বিশেষ সংযোজন।