BMW: নীলের সঙ্গে মিষ্টি লাল রঙে লঞ্চ হল বিএমডব্লিউ-র অন্যতম সস্তার বাইক, রইল খুঁটিনাটি

বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) নতুন কালার স্কিম সহ ভারতে তাদের অন্যতম সস্তার মোটরসাইকেল লঞ্চ করল। এটি হচ্ছে বিএমডব্লিউ জি ৩১০ আরআর (BMW G 310 RR)।…

BMW-G-310-RR

বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) নতুন কালার স্কিম সহ ভারতে তাদের অন্যতম সস্তার মোটরসাইকেল লঞ্চ করল। এটি হচ্ছে বিএমডব্লিউ জি ৩১০ আরআর (BMW G 310 RR)। নতুন কালার হিসেবে যোগ হয়েছে রেসিং ব্লু মেটালিক। এর সঙ্গে বিদ্যমান পেইন্ট স্কিম দুটির বিক্রিও জারি থাকবে। এগুলি হচ্ছে কসমিক ব্ল্যাক ২ ও স্পোর্ট। বাইকটির দাম ৩.০৫ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। 

নয়া কালার স্কিমে লঞ্চ হল বিএমডব্লিউ জি ৩১০ আরআর

   

উল্লেখ্য, রেসিং ব্লু মেটালিক কালারের জি ৩১০ আরআর হচ্ছে এদেশে বিএমডব্লিউ মোটোরাডের সবচেয়ে সস্তার বাইক। নয়া কালার স্কিম মডেলের ফ্রেমে রেড অ্যাক্সেন্ট এবং ফেয়ারিংয়ে ব্লু কালার দেওয়া হয়েছে। গোল্ডেন ইউএসডি ফর্কের সঙ্গে হাইলাইট করার জন্য বাইকটির নাম সাদা রঙে লেখা হয়েছে।

বিএমডব্লিউ জি ৩১০ আরআর-এর নয়া কালার ভ্যারিয়েন্টের কারিগরিতে কোন পরিবর্তন ঘটানো হয়নি। স্ট্যান্ডার্ড মডেলের মতই এতে রয়েছে একটি ৩১২.১২ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন। এতে আছে ৬-ধাপ গিয়ার। মোটরটি থেকে ৯,৭০০ আরপিএম গতিতে ৩৩.৫৩ বিএইচপি শক্তি এবং ৭,৭০০ আরপিএম গতিতে ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। তবে আরবান ও রেইন মোডে আউটপুট ৭,৭০০ আরপিএম গতিতে ২৫.৪৪ বিএইচপি পাওয়ার এবং ৬,৭০০ আরপিএম গতিতে ২৫ এনএম টর্ক। 

বিএমডব্লিউ জি ৩১০ আরআর-এ উপস্থিত ৩০০ মিমি ফ্রন্ট ও ২৪০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। সাসপেনশনের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে আপ-সাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার ইউনিট। ফিচার হিসেবে রয়েছে একটি টিএফটি স্ক্রিন, একাধিক রাইডিং মোড, ডুয়েল-চ্যানেল এবিএস এবং অল এলইডি লাইটিং।