একবার তেল ভরালে আর চিন্তা নেই, সুবিশাল ট্যাঙ্ক সহ আসছে BMW-র দুই নতুন বাইক

বিএমডব্লিউ মোটোরাড-এর (BMW Motorrad) মোটোরাইকেলের নাম শুনলেই স্বপ্নের দেশে পাড়ি দেন অনেকে। এবারে সংস্থা ভারতীয় ক্রেতাদের জন্য আনতে চলেছে মাঝারি ওজনের একজোড়া দুর্ধর্ষ বাইক। শীঘ্রই…

BMW-F-900-GS

বিএমডব্লিউ মোটোরাড-এর (BMW Motorrad) মোটোরাইকেলের নাম শুনলেই স্বপ্নের দেশে পাড়ি দেন অনেকে। এবারে সংস্থা ভারতীয় ক্রেতাদের জন্য আনতে চলেছে মাঝারি ওজনের একজোড়া দুর্ধর্ষ বাইক। শীঘ্রই এদেশে পা রাখতে চলেছে BMW F 900 GS ও BMW F 900 GS Adventure। ইতিমধ্যেই বাইক দুটির বুকিং গ্রহণ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে।

জানিয়ে রাখি, BMW F 900 GS ও BMW F 900 GS Adventure সংস্থার পোর্টফোলিওতে যথাক্রমে F 850 GS ও F 850 GS Adventure-এর স্থান দখল করবে। নতুন ৮৯৫ সিসি ইঞ্জিনে দৌঁড়াবে মোটোরাইকেল দুটি। এটি থেকে ৮,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০৫ বিএইচপি শক্তি এবং ৬,৭৫০ আরপিএম গতিতে ৯৩ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরের সঙ্গে সংযুক্ত থাকবে সিক্স-গতির গিয়ারবক্স ও বাই-ডিরেকশনাল কুইকশিফ্টার।

   

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, BMW F 900 GS-এ ১৪.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক থাকলেও এর অ্যাডভেঞ্চার মডেলে থাকছে ২৩ লিটার জ্বালানি ট্যাঙ্ক। আকারে সুবিশাল এই বাইকের ওজন ২৪৬ কেজি। তুলনামূলক স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি ২৭ কেজি হালকা। 

Srivaru Prana 2.0: রয়েছে হাই-পারফরম্যান্স ব্যাটারি, 250 কিমি রেঞ্জ প্রদানকারী ‘তুখোড়’ ই-বাইক লঞ্চ হল

BMW F 900 GS-এ দেওয়া হচ্ছে ফুল অ্যাডজাস্টেবল ইউএসডি ফ্রন্ট ফর্ক ও রিয়ার মনোশক সাসপেনশন। যে কারণে অফ-রোডিংয়ের জন্য আদর্শ হবে এই বাইক। দীর্ঘপথ ভ্রমণের জন্য BMW F 900 GS Adventure ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল সাসপেনশন সহ হাজির হবে। উভয় বাইকেই ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, একাধিক রাইডিং মোড ও ৬.৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লের দেখা মিলবে। ভারতে এই বাইক জোড়ার দাম ১৩.৫ লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হতে পারে বলে অনুমান।