লঞ্চের আগেই টিজারে ধরা দিল BMW F 450 GS, ৪৫০ সিসি ইঞ্জিনে ছুটবে

BMW F 450 GS Teased

বিখ্যাত জার্মান মোটরসাইকেল নির্মাতা BMW Motorrad তাদের নতুন মিড-সাইজ অ্যাডভেঞ্চার ট্যুরার BMW F 450 GS-এর প্রোডাকশন ভার্সনের প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করেছে। এই মোটরসাইকেলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ৪ নভেম্বর, ২০২৫, মিলানের EICMA 2025 ইভেন্টে। গত বছর EICMA-তে কনসেপ্ট হিসেবে প্রদর্শনের পর থেকেই বাইকপ্রেমীদের মধ্যে এটি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। পরবর্তীতে ভারতের Bharat Mobility Global Expo-তেও এই বাইকটি প্রদর্শিত হয়, যা দেশীয় বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Advertisements

BMW-এর প্রকাশিত টিজারে দেখা গেছে বাইকটির জ্বালানি ট্যাঙ্কে বড় আকারের GS গ্রাফিক এবং তাতে যুক্ত করা F 450 ব্যাজিং। কালো বডির সঙ্গে কনট্রাস্ট সাদা গ্রাফিক বাইকটিকে আরও স্পোর্টি লুক দিয়েছে। টিজারে দেখা হ্যান্ডেলবারটি সোনালি রঙের, যা কনসেপ্ট ভার্সনের ডিজাইনের সঙ্গে বেশ মিল রাখে।

   

BMW F 450 GS: ডিজাইন ও স্টাইলিং

পূর্বে প্রকাশিত পেটেন্ট ইমেজ থেকে জানা গিয়েছে যে প্রোডাকশন ভার্সনটি কনসেপ্ট মডেলের বেশ কয়েকটি নকশাগত উপাদান ধরে রেখেছে। বাইকটিতে রয়েছে স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্ক, শার্প সাইড ফেয়ারিংস, এবং বর্ধিত ‘বীক’ ডিজাইনের অ্যাঙ্গুলার ফ্রন্ট এন্ড। সামনে রয়েছে R 1300 GS-এর মতো ‘X’ প্যাটার্নে ডে-টাইম রানিং লাইটসহ হেডল্যাম্প সেটআপ, আর পিছনে দেখা গেছে স্লিম টেল ল্যাম্প ইউনিট।

Also Read: 2026 Kawasaki Versys-X 300 বাজারে এল, নতুন রঙে কিনুন সবচেয়ে সস্তার অ্যাডভেঞ্চার বাইক

ইঞ্জিন ও পারফরম্যান্স

BMW-এর F 450 GS-এ থাকবে সম্পূর্ণ নতুনভাবে উন্নত করা ৪৫০ সিসি প্যারালেল-টুইন ইঞ্জিন, যা প্রায় ৪৭ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনটি টিউন করা হয়েছে লো-এন্ড টর্ক বাড়ানোর জন্য, যাতে অফ-রোড বা ট্যুরিং চলার সময় মসৃণ পারফরম্যান্স পাওয়া যায়। বাইকটির কার্ব ওজন মাত্র ১৭৫ কেজি, ফলে এটি হবে হালকা ও চটপটে একটি অ্যাডভেঞ্চার বাইক। ধারণা করা হচ্ছে, BMW এই বাইকের জন্য হালকা ওজনের মেটেরিয়াল ব্যবহার করেছে যাতে রাইডিং আরও স্থিতিশীল ও আরামদায়ক হয়।

Advertisements

BMW Motorrad ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে F 450 GS-এর মাস প্রোডাকশন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে। ভারতে এই মোটরসাইকেলটির লঞ্চ ২০২৬ সালে হওয়ার সম্ভাবনা প্রবল। এই নতুন মিড-রেঞ্জ অ্যাডভেঞ্চার ট্যুরারটি মূলত অফ-রোড রাইডার এবং দীর্ঘ দূরত্বের ট্যুরারদের জন্য আদর্শ বিকল্প হিসেবে আসছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BMW Motorrad (@bmwmotorrad)

সম্ভাব্য দাম ও প্রতিদ্বন্দ্বী

F 450 GS-এর প্রত্যাশিত দাম প্রায় ৫ লাখ টাকা (এক্স-শোরুম) হতে পারে। ভারতের বাজারে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে KTM 390 Adventure, Royal Enfield Himalayan 450, এবং Honda NX500-এর মতো জনপ্রিয় বাইকের সঙ্গে।

BMW F 450 GS হতে যাচ্ছে অ্যাডভেঞ্চার সেগমেন্টে BMW-র অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন। উন্নত ৪৫০ সিসি ইঞ্জিন, নতুন ডিজাইন, হালকা কাঠামো ও উচ্চমানের পারফরম্যান্সের সঙ্গে এটি অভিজ্ঞ রাইডারদের জন্য যেমন উপযুক্ত, তেমনই নতুন বাইকপ্রেমীদের জন্যও আকর্ষণীয় বিকল্প। নভেম্বর মাসে EICMA 2025-এ এর আনুষ্ঠানিক উন্মোচনের পর বিশ্বব্যাপী বাইকপ্রেমীরা এই নতুন মডেলটির অপেক্ষায় থাকবেন।