আসন্ন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক BMW F 450 GS-কে সম্প্রতি টেস্টিংয়ে দেখা গিয়েছে। যা কিনা উৎপাদনের জন্য প্রস্তুত বলা যায়। কয়েক সপ্তাহ আগেই বাইকটির পেটেন্ট ছবি প্রকাশ্যে এসেছিল, আর এবার টেস্ট মডলটিকে দেখা গেল সম্পূর্ণ বডি ও ডিজাইন সহ একপ্রকার প্রস্তুত প্রোটোটাইপ হিসাবে। এতে বোঝা যাচ্ছে, বাইকটির লঞ্চ খুব শীঘ্রই হতে চলেছে।
BMW F 450 GS: ডিজাইন ফ্ল্যাগশিপ স্টাইল
নতুন F 450 GS-এর ডিজাইন অনেকটাই ২০২৫ সালের অটো এক্সপো-তে প্রদর্শিত কনসেপ্ট মডেলটির মতো। সামনের দিকে রয়েছে BMW-র সিগনেচার বীক নাক, অ্যাগ্রেসিভ ফুয়েল ট্যাঙ্ক ও শ্রাউড ডিজাইন এবং একটি মিনিমালিস্ট টেল সেকশন। বাইকটির সামগ্রিক লুক অনেকটাই BMW-র ফ্ল্যাগশিপ R 1300 GS-এর কাছাকাছি, যা অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয় হতে চলেছে।
F 450 GS-এ থাকছে হাই-সেট হ্যান্ডেলবার এবং নিউট্রাল ফুটপেগ পজিশনিং, যা দীর্ঘ রাইডে আরাম দেবে। সামনের সাসপেনশনটি অ্যাডজাস্টেবল ইউনিট বলে মনে করা হচ্ছে, যদিও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি শুধুমাত্র প্রিলোড অ্যাডজাস্টমেন্টই দেবে, না কি কম্প্রেশন ও রিবাউন্ড ড্যাম্পিংও থাকবে।
Tata সবচেয়ে শক্তিশালী ব্যাটারি গাড়ির ডেলিভারি শুরু করল, ফুল চার্জে চলে 627 কিমি
ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন BMW F 450 GS-এ থাকবে ৪৫০ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন, যা প্রায় ৪৮ বিএইচপি শক্তি ও ৪৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনের সঙ্গে থাকবে ছয়-গিয়ারের গিয়ারবক্স। বাইকটিতে থাকবে আধুনিক ইলেকট্রনিক রাইডার এইডস যেমন ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল এবং একাধিক রাইড মোড। আশা করা যাচ্ছে, ABS ও ট্র্যাকশন কন্ট্রোল বন্ধ করার সুবিধাও থাকবে এতে।
ফিচার ও হার্ডওয়্যার
F 450 GS-এ থাকবে ফুল-LED লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি রঙিন TFT ডিসপ্লে এবং টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন। ব্রেক ও ক্লাচ লিভারও অ্যাডজাস্টেবল। পেটেন্ট চিত্র থেকে আরও জানা যাচ্ছে যে, এতে BMW-র ফ্ল্যাগশিপ R 1300 GS-এর মতো একটি রোটারি স্টাইলের জগ ডায়াল থাকতেও পারে, যা মেনু ন্যাভিগেশনে সাহায্য করবে।
F 450 GS-এর চেসিস তৈরি হয়েছে স্টিল ব্রিজ ট্রেলিস ফ্রেমের উপর, যার সঙ্গে যুক্ত রয়েছে একটি বোল্ট-অন সাব-ফ্রেম। সামনের দিকে রয়েছে আপসাইড-ডাউন ফর্ক ও পেছনে মনোশক সাসপেনশন। টেস্ট মুলে ১৯ ইঞ্চি সামনের ও ১৭ ইঞ্চি পেছনের অ্যালয় হুইল দেখা গেছে, উভয় চাকাতেই ডিস্ক ব্রেকের ব্যবস্থা রয়েছে।
টেস্ট মডেল ও পেটেন্ট দায়ের করার পর, এই বাইকটি আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে লঞ্চ হতে পারে বলে আশা করা যাচ্ছে। প্রতিযোগিতার দিক থেকে এটি Royal Enfield Himalayan 450, KTM 390 Adventure এবং আসন্ন CFMoto 450MT-এর সঙ্গে টক্কর দেবে।
BMW F 450 GS হতে চলেছে একটি স্টাইলিশ ও প্রযুক্তিসম্পন্ন অ্যাডভেঞ্চার বাইক, যা ভারতীয় বাজারে মিড-রেঞ্জ অ্যাডভেঞ্চার সেগমেন্টে বড়সড় চমক দিতে পারে। এখন শুধু অপেক্ষা, কখন কোম্পানি এর আনুষ্ঠানিক লঞ্চ ঘোষণা করে।