HomeBusinessAutomobile Newsগাড়ির দামে লঞ্চ হল প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার, ফিচার্স তাজ্জব করবে!

গাড়ির দামে লঞ্চ হল প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার, ফিচার্স তাজ্জব করবে!

- Advertisement -

দেখতে অবিকল বাইক। কিন্তু আদপে একটি স্কুটার। রয়েছে এক সে এক প্রিমিয়াম ফিচার্স। প্রত্যাশা মতই আজ ভারতের বাজারে লঞ্চ হল BMW CE 02। দাম যা রাখা হয়েছে তাতে একটি চার চাকার গাড়ি কেনা যায়। এদেশে এই ইলেকট্রিক স্কুটারটি কিনতে খরচ পড়বে ৪.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। জানিয়ে রাখি, কিছুদিন আগেই এদেশে CE 04 লঞ্চ করেছিল বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। এবারে দ্বিতীয় মডেলটি লঞ্চ করল সংস্থা। প্রথমটির তুলনায় এটি অনেকটাই সস্তার।

BMW CE 02-তে শক্তির উৎস হিসাবে রয়েছে একটি সিঙ্ক্রোনাস মোটর। দেওয়া হয়েছে একটি ৩.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ফুল চার্জে ১০৮ কিলোমিটার চলবে বলে দাবি করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ০-৫০ কিলোমিটার/ঘণ্টার গতিবেগ ৩ সেকেন্ডে তুলতে পারবে।

   

CE 02 প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে পারবে বলে জানানো হয়েছে। শহরের রাস্তায় চলার জন্য উপযুক্ত এই ই-স্কুটি। সংস্থা বলেছে, একটি ১.৫ কিলোওয়াট চার্জার দ্বারা ব্যাটারি ফুল চার্জ করতে ৫ ঘণ্টা ১২ মিনিট সময় লাগবে। যেখানে ১.৫ কিলোওয়াট চার্জারে চার্জ হতে ৩ ঘণ্টা ৩০ মিনিট লাগবে।

স্কুটারটি দুটি কালার স্কিমে বেছে নেওয়া যাবে – কসমিক ব্ল্যাক এবং কসমিক ব্ল্যাক ২। এতে ডবল-লুপ স্টিল ফ্রেমের সঙ্গে রয়েছে একটি ইউএসডি এবং অ্যাডজাস্টেবল মোনোশক। ১৪ ইঞ্চি হুইলে ছুটবে। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে একটি ২৩৯ মিমি ও ২২০ মিমি ডিস্ক ব্রেক। এতে উপস্থিত এলইডি আলোকসজ্জা, একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, দুটি রাইড মোড – ফ্লো, সার্ফ, সিঙ্গেল চ্যানেল এবিএস, স্টোবিলিটি কন্ট্রোল, রিভার্স মোড, কিলেস অপারেশন, অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম এবং একটি ৩.৫ ইঞ্চি মাইক্রো টিএফটি।

টাটা পড়বে চাপে! প্রতিদ্বন্দ্বীদের মাত দিতে বাজারে আসছে Mahindra XUV.e9

আবার BMW CE 02-এর হাইলাইন প্যাকেজে রয়েছে ফ্ল্যাশ নামে একটি অতিরিক্ত রাইডিং মোড, কালার টেপ, গাল্ডেন অ্যানোডাইজড ফর্ক, একটি ত্রি-রঙের আসন এবং হিটেড গ্রিপ। এছাড়াও এতে একটি স্মার্টফোন হোল্ডার ও কানেক্টিভিটি এবং ১.৫ কিলোওয়াট কুইক চার্জার রয়েছে। সুরক্ষা বৈশিষ্ট্যগুলির তালিকায় সামনের ডিস্কে অটোমেটিক স্টোবিলিটি কন্ট্রোল (এএসসি) এবং এবিএস অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এর বুকিং চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে ডেলিভারি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular