BMW CE 02-এর লঞ্চ কিছুদিনের অপেক্ষা, ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে থাকছে ফিচার

বিএমডব্লিউ-র নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ ঘিরে শুরু হয়েছিল জল্পনা। এবারে খোদ সংস্থাই সেই জল্পনায় সিলমোহড় দিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে BMW CE 02-এর অফসিয়ালি টিজার প্রকাশ…

BMW-CE-02

বিএমডব্লিউ-র নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ ঘিরে শুরু হয়েছিল জল্পনা। এবারে খোদ সংস্থাই সেই জল্পনায় সিলমোহড় দিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে BMW CE 02-এর অফসিয়ালি টিজার প্রকাশ করল তারা। শীঘ্রই ভারতের বাজারে এই পরিবেশবান্ধব স্কুটি পা রাখবে বলে জনিয়েছে কোম্পানি। 

লঞ্চের নির্দিষ্ট সময়কাল জানানো না হলেও অনুমান করা হচ্ছে, এটি সেপ্টম্বরের মাঝামাঝিতে ভারতে আসবে। এর হেডলাইটের উপরে থাকছে একটি ছোট ফ্লাই স্ক্রিন, সোনালী রঙের ফ্রন্ট ফর্ক। আবার ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে শাড়ি গার্ড। এছাড়া এতে ৩.৫ ইঞ্চি মাইক্রো টিএফটি ডিসপ্লে’র দেখা মিলেছে। এতে উপলব্ধ বেসিচ কানেক্টিভিটি। আবার ইউএসবি চার্জিং, কিলেস এন্ট্রি এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হচ্ছে।

   

BMW CE 02-তে খুব কম বডি প্যানেল দেওয়া হয়েছে। এতে থাকছে এয়ার-কুল্ড সিঙ্ক্রোনাস মোটর এবং একটি ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। মডেলটি সিঙ্গেল ও টুইন দু’ধরণের ব্যাটারি অপশন সহ আসবে। সিঙ্গেল মডেলটির রেঞ্জ হবে ৪৫ কিলোমিটার আবার এর টপ-স্পিড হবে ৪৫ কিলোমিটার/ঘণ্টা।

কালো রঙের গাড়ি পছন্দ? ব্ল্যাক পেইন্ট স্কিমে লঞ্চ হল হুন্ডাইয়ের এই জনপ্রিয় মডেল

আবার বড় ব্যাটারি মডেল থেকে ৯০ কিলোমিটার রেঞ্জ এবং প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার টপ-স্পিড পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে এই BMW CE 02-এর দাম ৫ লক্ষ টাকার কাছাকাছি রাখা হবে। ভারতের বাজারে এর তেমন কোন প্রতিপক্ষ নেই বললেই চলে।