ইদানিং ভারত তথা গোটা বিশ্বে ম্যাক্সি স্কুটারের চাহিদায় বাড়বাড়ন্ত নজরে পড়ছে। স্টাইলের প্রতি অপার ভালোবাসা থেকেই ক্রেতাদের এমন প্রবণতা। বর্তমানে ভারতের বাজারে সংশ্লিষ্ট গোত্রের একটি স্কুটার বিক্রি করে বিএমডব্লিউ ইন্ডিয়া (BMW India)। এটি হচ্ছে BMW C 400 GT। এবারে এই মডেলটির উপর ভিত্তি করে নতুন প্রজন্মের স্কুটি উন্মোচন করল সংস্থা। যার নাম – 2025 BMW C 400 X।
বিশ্ববাজারে উন্মোচিত BMW C 400 X-এর ডিজাইনে চমক রয়েছে। উচ্চমূল্যের হাওয়া সত্ত্বেও ভারতে মডেলটির আশাতীত বিক্রি। নয়া ভার্সনে রয়েছে চমকপ্রদ হেডলাইট, এর নীচে ছোট বিক। সর্বাঙ্গে ক্রিজ ও এজ পরিলক্ষিত হয়েছে।
চাকায় শক্তি জোগতে C 400 X-এ উপস্থিত একটি ৩৫০ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৩৪ বিএইচপি শক্তি এবং ৫,৭৫০ আরপিএম গতিতে ৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত সিভিটি গিয়ারবক্স। আবার রয়েছে নতুন এগজস্ট পাইপ।
Royal Enfield Classic 650 আগামী মাসে লঞ্চ করবে, থাকছে এই বিশেষ ক্ষমতার ইঞ্জিন
স্কুটারটি একটি স্টিল টিউব ফ্রেম চ্যাসিসের উপর ভিত্তি করে এসেছে। এর সঙ্গে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার অ্যাডজাস্টেবল প্রিলোড অ্যাবজর্বার। সামনে ১৫ এবং পেছনে ১৪ ইঞ্চি হুইলের সঙ্গে রয়েছে ২৬৫ মিমি ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। এর ওজন ২০৬ কেজি। BMW C 400 X-এ দেওয়া হয়েছে অল এলইডি লাইটিং, ৬.৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি। ভারতেও এই বাইক শীঘ্রই লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। এদেশে মডেলটির মূল্য ১১.৫০ লক্ষ থেকে ১১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।