BMW C 400 GT ৯২,০০০ টাকা সস্তা হল, প্রিমিয়াম ম্যাক্সি স্কুটারের ফিচার মুগ্ধ করবে

ভারতের প্রিমিয়াম টু-হুইলার মার্কেটে বড় ঘোষণা করেছে BMW Motorrad India। নতুন GST ২.০ নিয়ম কার্যকর হওয়ার পর কোম্পানি তাদের জনপ্রিয় ম্যাক্সি-স্কুটার BMW C 400 GT-এর…

BMW C 400 GT

ভারতের প্রিমিয়াম টু-হুইলার মার্কেটে বড় ঘোষণা করেছে BMW Motorrad India। নতুন GST ২.০ নিয়ম কার্যকর হওয়ার পর কোম্পানি তাদের জনপ্রিয় ম্যাক্সি-স্কুটার BMW C 400 GT-এর দাম কমিয়েছে প্রায় ৯২,০০০ টাকা। এর ফলে এই প্রিমিয়াম স্কুটারের নতুন এক্স-শোরুম দাম দাঁড়িয়েছে ১০.৮৩ লাখ টাকা। নতুন মূল্য আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এর আগে এই স্কুটারের দাম ছিল ১১.৭৫ লাখ টাকা। মার্চ ২০২৫-এ আপডেটেড মডেলটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল।

BMW C 400 GT: শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স

BMW C 400 GT-তে রয়েছে ৩৫০ সিসি, সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন যা ৭,৫০০ আরপিএম-এ সর্বোচ্চ ৩৩.৫ বিএইচপি পাওয়ার ৫,৭৫০ আরপিএম-এ ৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের সঙ্গে মিলেছে CVT গিয়ারবক্স যা স্মুথ রাইডিং অভিজ্ঞতা দেয়। স্কুটারটিতে রয়েছে ১২.৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং এর কার্ব ওজন ২১৪ কেজি। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল প্রিলোড-অ্যাডজাস্টেবল স্প্রিং দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ১৫-ইঞ্চি ফ্রন্ট এবং ১৪-ইঞ্চি রিয়ার অ্যালয় হুইল যা রাস্তায় ভালো স্টেবিলিটি নিশ্চিত করে।

   

ফিচারের দিক থেকে মডেলটি যথেষ্ট আধুনিক। এতে রয়েছে ১০.২৫-ইঞ্চি TFT ডিসপ্লে যেখানে ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করা হয়। রাইডাররা তাদের স্মার্টফোন কানেক্ট করে নেভিগেশন বা কল নোটিফিকেশন ব্যবহার করতে পারবেন। স্কুটারে দেওয়া হয়েছে USB-C চার্জিং পোর্ট, সামনে রয়েছে ৪.৫ লিটার কম্পার্টমেন্ট এবং সিটের নিচে রয়েছে ৩৭.৬ লিটার স্টোরেজ স্পেস, যা দৈনন্দিন ব্যবহারের জন্য একে আরও প্র্যাকটিক্যাল করে তোলে।

নতুন GST ২.০ নিয়ম অনুযায়ী ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার টু-হুইলারগুলির ওপর করের হার কমিয়ে ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছে। এর ফলেই স্কুটারটির দাম এতটা কমেছে। এই দাম হ্রাসের ফলে অনেক প্রিমিয়াম স্কুটার এবং বাইক প্রেমীর জন্য এটি আরও আকর্ষণীয় অপশন হয়ে উঠবে।

Advertisements

Kawasaki-র এই বাইকে চলছে ২০,০০০ টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের

BMW C 400 GT এমনিতেই ভারতের প্রিমিয়াম ম্যাক্সি-স্কুটার সেগমেন্টে অন্যতম জনপ্রিয় একটি নাম। এখন প্রায় ৯২,০০০ টাকা দামের ছাড় পাওয়ার পর এটি আরও ভ্যালু-ফর-মানি হয়ে উঠেছে। যারা লং-রাইড, আরবান কমিউটিং এবং প্রিমিয়াম ফিচারস একসঙ্গে চান তাদের জন্য এই স্কুটার নিঃসন্দেহে একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে, তাই যারা কিনতে চাইছেন তাদের জন্য এটি সঠিক সময় হতে পারে।