Maruti Suzuki Brezza কিনবেন? এই ভ্যারিয়েন্টটি একদম ভ্যালু ফর মানি, জানুন ফিচার ও দাম

ভারতীয় বাজারে সাব-ফোর মিটার SUV সেগমেন্টে Maruti Suzuki Brezza অন্যতম জনপ্রিয়। এটি শহর ও গ্রামাঞ্চল উভয় জায়গায় চালানোর জন্য উপযুক্ত এবং এই গাড়িটির একাধিক ভ্যারিয়েন্ট…

Maruti Suzuki Brezza

ভারতীয় বাজারে সাব-ফোর মিটার SUV সেগমেন্টে Maruti Suzuki Brezza অন্যতম জনপ্রিয়। এটি শহর ও গ্রামাঞ্চল উভয় জায়গায় চালানোর জন্য উপযুক্ত এবং এই গাড়িটির একাধিক ভ্যারিয়েন্ট পাওয়া যায়। তবে এর মধ্যে সবচেয়ে ‘ভ্যালু ফর মানি’ ভ্যারিয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে VXI মডেল, যা দাম, ফিচার ও পারফরম্যান্সের দিক থেকে ভারসাম্য বজায় রাখে। চলুন উক্ত ভ্যারিয়েন্টটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Maruti Suzuki Brezza VXI-তে কী কী ফিচার পাওয়া যায়

Brezza VXI ভ্যারিয়েন্টে একাধিক অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে যা গাড়ির সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য দুটোই নিশ্চিত করে। এতে দেওয়া হয়েছে ESP (Electronic Stability Program), হিল হোল্ড অ্যাসিস্ট, ছয়টি এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর সহ ডিসপ্লে, হাই স্পিড ওয়ার্নিং এলার্ট, রিয়ার ডিফগার, অ্যান্টি-থেফট সিকিউরিটি সিস্টেম, ইঞ্জিন ইমোবিলাইজার, ISOFIX চাইল্ড অ্যাংকরেজ, ৭ ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, রিয়ার AC ভেন্টস, অটো ক্লাইমেট কন্ট্রোল, কী-লেস এন্ট্রি, হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প ও শার্ক ফিন অ্যান্টেনা।

   

8,000 টাকার কমে কিনুন 5G স্মার্টফোন Lava Storm Lite, মিলবে 8GB RAM ও 50MP ক্যামেরা

Advertisements

ইঞ্জিন পারফরম্যান্স ও মাইলেজ

Maruti Suzuki Brezza-র এই ভ্যারিয়েন্টে রয়েছে ১.৫ লিটারের K15C পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১০০.৬ পিএস শক্তি এবং ১৩৭.১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। মারুতির দাবি অনুযায়ী, এই ইঞ্জিন প্রতি লিটার পেট্রোলে ১৭.৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। গাড়িটিতে ৪৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, যা দীর্ঘ সফরের জন্য উপযুক্ত।

দাম কত

Maruti Suzuki Brezza VXI ভেরিয়েন্টের এক্স-শোরুম মূল্য ৯.৭৫ লাখ টাকা। এই দামে SUV প্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত প্যাকেজ, কারণ এতে ফিচার, নিরাপত্তা ও পারফরম্যান্সের উপযুক্ত সমন্বয় রয়েছে। প্রসঙ্গত, Brezza বাজারে টেক্কা দিচ্ছে Tata Nexon, Hyundai Venue, Kia Sonet, Mahindra XUV 3XO-এর মতো জনপ্রিয় SUV গাড়িগুলিকে। সেই সঙ্গে Renault Kiger ও Nissan Magnite-এর সঙ্গেও এর প্রতিযোগিতা হচ্ছে। তবে বাজেট ও ফিচারের ভারসাম্যে Brezza VXI অনেক ক্রেতার প্রথম পছন্দ হয়ে উঠতে পারে।