অ্যাডভেঞ্চার বাইকের দামে বদল আনল বেনেলি, বিক্রিতে প্রভাব কতটা?

ভারতের অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে জনপ্রিয় মডেল Benelli TRK 502X-এর দামে বিরাট বদল। আবারও বেড়ে গেল। সংস্থা চলতি বছরের মে মাসে ২০২৫ মডেলটি লঞ্চ করেছিল, যেখানে…

Benelli TRK 502X

ভারতের অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে জনপ্রিয় মডেল Benelli TRK 502X-এর দামে বিরাট বদল। আবারও বেড়ে গেল। সংস্থা চলতি বছরের মে মাসে ২০২৫ মডেলটি লঞ্চ করেছিল, যেখানে বেশ কিছু আধুনিক ফিচার ও হার্ডওয়্যার আপগ্রেড দেওয়া হয়েছিল। তখনই বাইকের দাম পুরনো সংস্করণের তুলনায় ৩৫ হাজার টাকা বাড়ানো হয়েছিল। তবে লঞ্চের তিন মাস পর সংস্থা আরও একবার এর দাম বাড়ালেও এবার সেই বৃদ্ধি তুলনামূলকভাবে অনেক কম, মাত্র ১০ হাজার টাকা। তাই বাজারের অবস্থা বিচার করে বলা যায়, এই প্রিমিয়াম বাইকের বিক্রিতে তেমন একটা প্রভাব পড়বে না।

Benelli TRK 502X: নতুন দাম কত হল?

TRK 502X-এর সবুজ ও সাদা রঙের অপশন বর্তমানে পাওয়া যাচ্ছে ৬.৮০ লক্ষ টাকায় (এক্স-শোরুম)। অন্যদিকে, আরও প্রিমিয়াম ইয়েলো শেড কিনতে হলে খরচ করতে হবে ৬.৯৫ লক্ষ টাকা। এটি আগের দামের থেকে ১০ হাজার টাকা বেশি। অন্যদিকে, তুলনামূলকভাবে রোড-বায়াসড TRK 502 এখনও বিক্রি হচ্ছে ৬.৩০ লক্ষ টাকায় (এক্স-শোরুম)।

   

ফিচার ও আপডেট

২০২৫ মডেলের Benelli TRK 502X-এ দেওয়া হয়েছে নতুন পাঁচ ইঞ্চির TFT স্ক্রিন, যেখানে রয়েছে ইন্টিগ্রেটেড ন্যাভিগেশন সিস্টেম, অফলাইন ম্যাপ, স্মার্টফোন কানেক্টিভিটি, স্ক্রিন মিররিং এবং ট্র্যাক-ব্যাক ফিচার। এছাড়াও যোগ হয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম বা TPMS। হার্ডওয়্যারের ক্ষেত্রে রয়েছে টিউবলেস স্পোক হুইল, রিভাইজড সুইংআর্ম এবং নতুন স্লিপার ক্লাচ, যা ডাউনশিফ্ট আরও মসৃণ করে তোলে। এছাড়াও নতুন হ্যান্ড গার্ড, ইঞ্জিন প্লেট, হিটেড সিট ও হিটেড গ্রিপস যুক্ত হয়েছে এই বাইকে।

২৮ অগস্ট বাজারে আসছে টিভিএস-এর সস্তার ই-স্কুটার, ফিচার দেখুন

Advertisements

ইঞ্জিন ও পারফরম্যান্স

যা অপরিবর্তিত রয়ে গিয়েছে, তা হল এর ৫০০সিসি, টুইন-সিলিন্ডার, DOHC ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৪৬.৯ বিএইচপি পাওয়ার এবং ৪৬ এনএম টর্ক উৎপাদন করে, সঙ্গে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স। দীর্ঘ ভ্রমণের জন্য বাইকটিতে রাখা হয়েছে বিশাল ২০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। সাসপেনশনে রয়েছে USD ফর্ক ও মোনোশক, আর ব্রেকিং সিস্টেমে সামনের দিকে ডুয়াল ডিস্ক ও পিছনে সিঙ্গেল রোটর ডিস্ক, যা ডুয়াল-চ্যানেল ABS সহ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নতুন ফিচার ও ট্যুরিং-ফ্রেন্ডলি সেটআপের জন্য ইতিমধ্যেই Benelli TRK 502X বাইকপ্রেমীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। দাম সামান্য বেড়ে গেলেও আপডেটেড টেকনোলজি ও সুরক্ষামূলক ফিচারের কারণে এটি নিঃসন্দেহে বাজারে শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হবে।