লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার, সস্তার দামে দেবে 103 কিমি রেঞ্জ

বাজেট কম বলে সস্তার অথচ ভালো ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য আছে সুখবর। দেশের অন্যতম ইলেকট্রিক টু হুইলার নির্মাতা ব্যাটরি (BattRE) সাশ্রয়ী…

BattRE-Storie-Epic

বাজেট কম বলে সস্তার অথচ ভালো ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য আছে সুখবর। দেশের অন্যতম ইলেকট্রিক টু হুইলার নির্মাতা ব্যাটরি (BattRE) সাশ্রয়ী মূল্যের একটি নতুন মডেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। স্কুটারটির নাম – ব্যাটরি স্টোরি এপিক (BattRE Storie Epic)। ভারতে এই বৈদ্যুতিক স্কুটারের দাম রাখা হয়েছে ৮৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। সস্তা হওয়া সত্ত্বেও এতে রয়েছে চমকপ্রদ স্টাইল ও পারফরম্যান্স। 

Advertisements

BattRE Storie Epic লঞ্চ হল

Advertisements

আকর্ষণের বিষয়, ব্যাটরি স্টোরি এপিক মোট ১২টি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। এগুলি হল – মিডনাইট ব্ল্যাক, ক্যান্ডি রেড, আইস ব্লু, পার্ল হোয়াইট, ইক্রু ইয়েলো, স্টর্মি গ্রে, স্টারলাইট ব্লু, ব্লেজিং ব্রোঞ্জ, হান্টার গ্রীন, কসমিক ব্লু, গানমেটাল ব্ল্যাক এবং গোল্ড রাশ। স্কুটারের স্থায়িত্ব বাড়ানোর জন্য, বডি প্যানেলগুলি ধাতু দ্বারা নির্মাণ করা হয়েছে।

ব্যাটরি স্টোরি এপিক একবার ফুল চার্জে ১০৩ কিলোমিটার পথ চলার সক্ষমতা রাখে বলে দাবি করেছে কোম্পানি। আবার এর টপ স্পিড প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার। সেদিক থেকে দেখতে গেলে প্রত্যহ পথ চলার জন্য আদর্শ মডেলটি। এতে উপস্থিত একটি ৪০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক, যা IP67 রেটিং প্রাপ্ত। অর্থাৎ এটি ধুলো-ময়লা ও জল প্রতিরোধ করতে সক্ষম। আবার এটি যে কোন জায়গায় খুলে চার্জে বসানো যাবে। সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৫ ঘণ্টা। 

KTM দিচ্ছে এই দুই বাইকে ১৩,০০০ টাকার ফ্রি টুরিং অ্যাক্সেসরিজ, দেরি করলেই হাতছাড়া

২.৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতা যুক্ত ব্যাটরি স্টোরি এপিক-এর ব্যাটারিতে ৩ বছর বা ৩০,০০০ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়্যারেন্টি অফার করা হচ্ছে। ব্যাটারিটি লিথিয়াম-আয়ন প্রযুক্তির। অন্যদিকে, স্কুটারের ডিজিটাল স্ক্রিনে ডিস্ট্যান্স-টু-এম্পটি, ব্যাটারির উষ্ণতা ও টাইম টু চার্জের তথ্য দেখা যাবে।