Bajaj নতুন 125cc বাইক দিয়ে বাজার কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে, 2026-এর শুরুতেই লঞ্চ

ভারতের জনপ্রিয় দুই-চাকার প্রস্তুতকারক বাজাজ অটো (Bajaj Auto) আবারও নতুন মোটরসাইকেল নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। পাওয়া তথ্য অনুযায়ী, কোম্পানি একটি নতুন ১২৫ সিসি বাইক…

Bajaj to Launch a New 125cc Motorcycle

ভারতের জনপ্রিয় দুই-চাকার প্রস্তুতকারক বাজাজ অটো (Bajaj Auto) আবারও নতুন মোটরসাইকেল নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। পাওয়া তথ্য অনুযায়ী, কোম্পানি একটি নতুন ১২৫ সিসি বাইক আনতে চলেছে, যা সম্ভবত ২০২৬ সালের জানুয়ারিতেই লঞ্চ হতে পারে। বিশেষজ্ঞদের অনুমান, এই মোটরসাইকেলটি বাজাজের জনপ্রিয় Pulsar ব্র্যান্ডের অধীনেই বাজারে আনা হবে।

Advertisements

Bajaj-এর বাইকের প্রিমিয়াম লুক

শোনা যাচ্ছে, আসন্ন ১২৫ সিসি এই বাইকটি এক্সিকিউটিভ সেগমেন্টে আনা হবে। ফলে এতে থাকবে স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী ফিচারস, তবে দাম হবে আক্রমণাত্মক অর্থাৎ প্রতিযোগিতামূলক। বর্তমানে Pulsar 125 এবং Pulsar NS125-এর মধ্যে প্রায় ১৬,০০০ টাকার দামের ফারাক রয়েছে। উক্ত সেগমেন্ট যেহেতু অত্যন্ত দাম-সংবেদনশীল, তাই বাজাজ এই ফাঁক পূরণ করতে চাইছে নতুন মোটরসাইকেলের মাধ্যমে।

   

১২৫সিসি সেগমেন্টে বাড়ছে জনপ্রিয়তা

ভারতে ১২৫ সিসি মোটরসাইকেল সেগমেন্টে সাম্প্রতিক সময়ে যথেষ্ট উত্থান লক্ষ্য করা গিয়েছে। এর মূল কারণ, এই সেগমেন্টে গ্রাহকরা একদিকে যেমন ফুয়েল-এফিসিয়েন্সি পাচ্ছেন, অন্যদিকে স্টাইল এবং পারফরম্যান্সও মেলে। সেই সুযোগ কাজে লাগাতে হোন্ডা সম্প্রতি CB 125 Hornet লঞ্চ করেছে, অন্যদিকে হিরো এনেছে Glamour X 125। দুটোই প্রিমিয়াম কমিউটার সেগমেন্টে জায়গা করে নিয়েছে। এবার বাজাজও সেই দৌড়ে নামতে চলেছে।

ভারতে লঞ্চ হল Hero Xtreme 125R, মিলবে সিঙ্গেল সিটের সুবিধা, দাম কত?

যদিও বাজাজের (Bajaj) নতুন এই বাইকের ফিচারস বা প্রোডাক্ট পজিশনিং নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, তবে আশা করা হচ্ছে বাইকটিতে আধুনিক ডিজাইন, উন্নত ফিচারস এবং ফুয়েল এফিসিয়েন্সির ওপর জোর দেওয়া হবে। ভারতীয় বাজারে দাম ও ভ্যালু ফর মানি সবচেয়ে বড় বিষয়, তাই গ্রাহকদের প্রতিক্রিয়া আগামীতে এই সেগমেন্টের চেহারা অনেকটাই নির্ধারণ করবে।

সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালের শুরুতে বাজাজের (Bajaj) নতুন ১২৫ সিসি মোটরসাইকেল বাজারে আসলে Pulsar সিরিজের লাইনআপ আরও শক্তিশালী হবে। একইসঙ্গে ভারতীয় বাইকপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এক আকর্ষণীয় সংযোজন।