লাগবে না পেট্রোল বা ব্যাটারি, সামনের মাসে পরিবেশবান্ধব বাইক এনে মাতাবে Bajaj

পরিবেশবান্ধব টু হুইলারের প্রতি বাজাজ অটো (Bajaj Auto) একটু বেশিই সক্রিয়তা দেখাচ্ছে। সম্প্রতি ভারতে সংস্থা সিএনজি চালিত মোটরসাইকেল Bajaj Freedom 125 লঞ্চ করেছে। এবারে আরও…

Bajaj-Ethanol-Bike

পরিবেশবান্ধব টু হুইলারের প্রতি বাজাজ অটো (Bajaj Auto) একটু বেশিই সক্রিয়তা দেখাচ্ছে। সম্প্রতি ভারতে সংস্থা সিএনজি চালিত মোটরসাইকেল Bajaj Freedom 125 লঞ্চ করেছে। এবারে আরও এক বিকল্প জ্বালানির বাইক আনছে বাজাজ। এটি ইথানলে চলবে। সংস্থার প্রথম ইথানল চালিত মোটরবাইকটি আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরেই দেশের বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। চল আর্থিকবর্ষেই বাজারে লঞ্চ করবে বাইকটি।

এদিকে আসন্ন ইথানল চালিত মোটরসাইকেলের প্রসঙ্গে একটি বাক্যও ব্যয় করেনি বাজাজ। এটি কি Bajaj Freedom 125-এর মত সম্পূর্ণ একটি নতুন মডেল হিসেবে আসবে, নাকি লাইনআপে বিদ্যমান কোন একটি মডেলকে পুরোদস্তুর ইথানল (E100) ভার্সনে আনা হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে, একেবারে নয়া মডেল আনার পরিবর্তে বিদ্যমান মডেলকেই ইথানল চালিত অবতারে আনা হবে। 

   

Google-এর সঙ্গে গাঁটছড়া ভারতীয় ইভি সংস্থার, ফাস্ট-চার্জিং স্টেশনের হদিশ মিলবে এক নিমেষে

আসন্ন ইথানল বাইকটি পালসার (Baja Pulsar) ব্র্যান্ডের হতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। জনতার কাছে পালসার ব্র্যান্ডের লাগামহীন জনপ্রিয়তাকে কাজে লাগান হতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারণা। এদিকে, বর্তমানে বাজারে TVS Apache RTR 200 4V E100 ছাড়া আর একটিও সম্পূর্ণ ইথানল চালিত (E100) বাইক নেই। যদিও এখন এটি আর এদেশে বিক্রি হয় না।

প্রসঙ্গত, ভারতে বেশ কয়েকটি সংস্থাই E85 অর্থাৎ ১৫ শতাংশ পেট্রোলের সঙ্গে ৮৫ শতাংশ ইথানলে চালিত টু হুইলার উন্মোচন করেছে। তবে E100 ইঞ্জিন ১০০ শতাংশ ইথানলে চলতে সক্ষম। আবার পেট্রোলের চাইতে বাজাজের (Bajaj) আসন্ন বাইকটির চলার খরচও তুলনামূলক কম হবে।