দূষণ ছড়াবে কম, অল্প খরচে চলার জন্য ফ্লেক্স-ফুয়েল পালসার আনছে বাজাজ

সিএনজি মোটরসাইকেলের পর এবার ইথানল চালিত বাইক আনছে বাজাজ অটো (Bajaj Auto)। এবারে ইন্ডিয়া বায়ো-এনার্জি অ্যান্ড টেক এক্সপো ২০২৪-এর (India Bio-Energy & Tech Expo 2024)…

Bajaj-Pulsar-NS160-flex-fue

সিএনজি মোটরসাইকেলের পর এবার ইথানল চালিত বাইক আনছে বাজাজ অটো (Bajaj Auto)। এবারে ইন্ডিয়া বায়ো-এনার্জি অ্যান্ড টেক এক্সপো ২০২৪-এর (India Bio-Energy & Tech Expo 2024) মঞ্চে ইথানল চালিত বাজাজ পালসার এনএস১৬০ ফ্লেক্স-ফুয়েল (Bajaj Pulsar NS160 flex-fuel) মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরিয়েছে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সংস্থা। তবে এই প্রথমবার নয়, এর আগে এবছর জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে এই একই মডেলের ঝলক দেখিয়েছিল বাজাজ। 

রাজীব বাজাজ তাঁদের ইথানল (ফ্লেক্স-ফুয়েল) চালিত মোটরসাইকেল আনার বিষয়ে অনেক আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তিনি জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষের মধ্যেই ভারতের বাজারে ইথানল বাইক আনা হবে। সেইমত কাজ এগানো শুরু করল বাজাজ। 

   

ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন সহ Bajaj Pulsar NS160

Bajaj Pulsar NS160-এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানায়নি সংস্থা। শুধু বলা হয়েছে, আসন্ন বাইকটি ইথানল এবং গ্যাসোলিনের (পেট্রোলের) সংমিশ্রিত জ্বালানিতে চলবে। এতে পরিবেশের পক্ষে সহায়ক হবে। অর্থাৎ দূষণ ছড়াবে কম। এর মুখ্য কারণ, ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন থেকে সামান্য পরিমাণে কার্বন নির্গত হয়। আবার এর চলাচলের খরচও কম। 

ভারতে লঞ্চ হল Skoda-র দুর্ধর্ষ দুই গাড়ি, ডিজাইন দেখলে চোখ ফেরানো দায়

প্রসঙ্গত, পেট্রোলে ইথানলের পরিমাণ বাড়ানো হলে দেশে ক্রুড অয়েলের চাহিদা কমবে। এতে বিদেশি মুদ্রা বেশি পরিমাণে সাশ্রয় করা যাবে। জানিয়ে রাখি, ইতিমধ্যেই লাতিন আমেরিকার বাজারে ফ্লেক্স-ফয়েল পরিচালিত ইঞ্জিনের জনপ্রিয়তা ব্যাপক হারে বেড়েছে। এই জাতীয় ইঞ্জিন দুই ও চার চাকা, উভয় প্রকার গাড়িতেই ব্যবহৃত হচ্ছে। ভারতেও সেই পরিবেশবান্ধব বাইক আসছে বাজাজের হাত ধরে।