রাত পোহালেই লঞ্চ, কেমন হবে নতুন Bajaj Pulsar N125, দেখুন

বাজারে নতুন পালসার-এর (Bajaj Pulsar) লঞ্চ আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার আগে এই বাইকের বেশ কিছু খুঁটিনাটি ও লঞ্চের দিন প্রকাশ করল বাজাজ অটো (Bajaj…

Bajaj Pulsar N125 will be launched tomorrow

বাজারে নতুন পালসার-এর (Bajaj Pulsar) লঞ্চ আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার আগে এই বাইকের বেশ কিছু খুঁটিনাটি ও লঞ্চের দিন প্রকাশ করল বাজাজ অটো (Bajaj Auto)। মডেলটি হচ্ছে – Bajaj Pulsar N125। ফলে ক্রেতামহলে মোটরসাইকেলটি ঘিরে উৎসাহের উদ্যম ঘনীভূত দেখা গিয়েছে। কী জানা গেল শুনবেন? 

Honda-র তৎপরতায় লঞ্চ হল দেশের প্রথম 300 সিসির Flex Fuel বাইক, বিশেষত্ব কী

   

Bajaj Pulsar N125 খুঁটিনাটি

আগামীকাল অর্থাৎ ২১ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ হবে বলে ঘোষণা করেছে বাজাজ। নতুন Pulsar N125 দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – এলইডি/ডিস্ক ব্রেক এবং ব্লুটুথ।  সাতটি রঙের বিকল্পে হাজির হচ্ছে বলে জানিয়েছে বাজাজ। প্রথমটি চারটি কালার অপশনে উপলব্ধ হবে। যথা – ক্যারিবিয়ান ব্লু, ককটেল ওয়াইন রেড, পার্ল মেটালিক হোয়াইট এবং ইবনি ব্ল্যাক। অন্যদিকে টপ-এন্ড ব্লুটুথ ভ্যারিয়েন্ট সাইট্রাস রিস, পারপেল ফিউরি এবং ককটেল ওয়াইন রেড – এই তিন রঙে উপস্থিত হবে। ককটেল ওয়াইন রেড মডেলে থাকছে ভিন্ন গ্রাফিক্স এবং কালার প্যাটার্ন।

তরুণ প্রজন্মকে লক্ষ্য করে আসন্ন এই বাইকে থাকছে পেশীবহুল কাঠামো এবং নজরকাড়া স্পোর্টি ডিজাইন। পালসারের নিজস্ব ঘরানা বজায় রেখে আনা হচ্ছে Bajaj Pulsar N125। সার্বিকভাবে এটি সুপারমটো স্টাইল অনুসরণ করেছে। এছাড়া রয়েছে শার্প ডিজাইন এলিমেন্ট। 

Bajaj Pulsar N125-এর চাকায় শক্তি প্রদান করতে থাকছে একটি ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে এতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ফুল ডিজিটাল কনসোলের দেখা মিলবে। এছাড়া থাকছে এলইডি লাইটিং, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এবং ইউএসবি চার্জিং পোর্ট। অনুমান করা হচ্ছে, মোটরসাইকেলটির দাম ৯০,০০০ থেকে ১ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।