বাজার দখলের লড়াইতে সামিল বাজাজ, মিছিলে পা মেলাতে আনছে নতুন বাইক

দীর্ঘদিন ধরেই ভারতে ১২৫ সিসি নতুন বাইক লঞ্চের প্রস্তুতি চালাচ্ছে বাজাজ অটো (Bajaj Auto)। এটি হচ্ছে বাজাজ পালসার এন১২৫ (Bajaj Pulsar N125)। বেশ কিছুদিন আগেই…

Bajaj Pulsar N125

দীর্ঘদিন ধরেই ভারতে ১২৫ সিসি নতুন বাইক লঞ্চের প্রস্তুতি চালাচ্ছে বাজাজ অটো (Bajaj Auto)। এটি হচ্ছে বাজাজ পালসার এন১২৫ (Bajaj Pulsar N125)। বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে এর টেস্টিং। এবারে পুণের রাস্তায় আরও একবার বাইকটির মহড়া চালাতে দেখা গেল। যা দেখে অনুমান করা হচ্ছে, শীঘ্রই এর গণ উৎপাদনে হাত লাগাবে বাজাজ। স্পাই ছবি থেকে বাইকটির বেশ কিছু তথ্য সামনে এসেছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক।

জানিয়ে রাখি, আসন্ন Pulsar N125 আদপে একটি উৎকৃষ্ট মানের কমিউটার গোত্রের বাইক। এতে থাকছে একটি পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক। যার সঙ্গে সংযুক্ত এক্সটেনশন। এতে স্প্লিট সিট দেওয়া হয়েছে। আবার সিটের সঙ্গে রয়েছে একজোড়া গ্র্যাব রেল। আশা করা হচ্ছে, বাইকটি এলইডি লাইট সহ আসবে।

   

একটি ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে Pulsar N125। যা ১২৫ সিসির বর্তমান মডেলটিতেও দেখা যায়। তবে এর আউটপুট ভিন্ন হতে পারে। মোটরের সঙ্গে সংযুক্ত থাকবে ৫-গতির গিয়ারবক্স। আবার ফ্রন্ট ডিস্ক ও রিয়ার ড্রাম ব্রেক দেওয়া হবে। 

বাজাজ তাদের নতুন পালসারে এবিএস অফার করতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া একটি ডিজিটাল কনসোল এবং স্মার্টফোন কানেক্টিভিটি’র সুবিধা মিলতে পারে। সাসপেনশন হিসেবে দেওয়া হতে পারে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মোনোশক।

Triumph Speed 400-র সস্তার ভ্যারিয়েন্ট এমাসেই লঞ্চ করবে, কেমন হবে এই বাইক?

আসন্ন বাজাজ পালসার এন১২৫ (Bajaj Pulsar N125)-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বাজারে রয়েছে TVS Raider ও Hero Xtreme 125R। এদিকে উক্ত সেগমেন্টে বাজারে Raider বাইকটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু Xtreme 125R নতুন মডেল হিসাবে এখনও পর্যন্ত সেভাবে জনপ্রিয়তা পায়নি। যাই হোক বাইকটির লঞ্চের দিনক্ষণ এখনও জানায়নি বাজাজ।