Bajaj Pulsar F250 চিরতরে হারিয়ে গেল! বিক্রি বন্ধের কারণ কী জানেন?

বাজাজ অটো ভারতে তাদের Bajaj Pulsar F250 সেমি-ফেয়ার্ড মোটরসাইকেলের বিক্রি বন্ধ করার ঘোষণা করল। সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাইকটির নাম সহ যাবতীয় তথ্য সরিয়ে…

Bajaj Pulsar F250 discontinued

বাজাজ অটো ভারতে তাদের Bajaj Pulsar F250 সেমি-ফেয়ার্ড মোটরসাইকেলের বিক্রি বন্ধ করার ঘোষণা করল। সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাইকটির নাম সহ যাবতীয় তথ্য সরিয়ে ফেলেছে। ডিলারদের কাছে নতুন ইউনিট পাঠানো বন্ধ করা হয়েছে।

এক বছরও চলল না! Royal Enfield Bullet 350-এর এই সংস্করণের বিক্রি বন্ধ করা হল

   

Bajaj Pulsar F250-এর বিক্রি বন্ধ হল

২০২১ সালের শেষের দিকে Pulsar N250-এর সঙ্গে একসঙ্গে লঞ্চ হয়েছিল Bajaj Pulsar F250। কিন্তু N250 একটি ক্রেতামহলে সাড়া জাগালেও F250 ক্রেতাদের মনে দাগ কাটতে পারেনি। বিক্রির ক্ষেত্রে তাই পিছিয়ে পড়েছে। সংস্থাj আশা করেছিল যে, F250 লঞ্চের মাধ্যমে Pulsar 220F-এর বিক্রি কমবে এবং গ্রাহকরা আরও আধুনিক ও প্রিমিয়াম F250 বেছে নেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি, Pulsar 220F এখনও 250cc বাইকটির চেয়ে বেশি বিক্রি হচ্ছে।

একসময় ভারতীয় গ্রাহকদের মধ্যে ফেয়ার্ড এবং সেমি-ফেয়ার্ড বাইকের প্রতি আগ্রহ ছিল। তবে গত তিন বছরে ক্রেতাদের রুচিতে পরিবর্তন এসেছে এবং তারা এখন আরও সহজ ও ন্যাকেড ডিজাইনের বাইক বেশি পছন্দ করছেন। বাজাজের কয়েকজন ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও এই পরিবর্তন লক্ষ্য করেছেন।

আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে নতুন Bajaj Pulsar RS 200, থাকছে ডিজিটাল ডিসপ্লে ও নতুন রঙ

২০২৫ সালে Bajaj Pulsar F250 আর বিক্রি হবে না। তবে বাজাজ বহুবার তাদের বন্ধ মডেল আবার ফিরিয়ে এনেছে। তাই ভবিষ্যতে Pulsar F250 আবারও বাজারে ফিরতে পারে বলে আশা করা যায়।