রেঞ্জ বাড়বে, ব্যাটারি হবে দীর্ঘজীবী, খেল দেখাতে আসছে নতুন ভার্সনের Bajaj Chetak

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বাজাজ চেতক (Bajaj Chetak) একটি অন্যতম জনপ্রিয় মডেল। এবারে আরও একবার আপডেট পেতে চলেছে এই ই-স্কুটি। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে,…

Bajaj-Chetak

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বাজাজ চেতক (Bajaj Chetak) একটি অন্যতম জনপ্রিয় মডেল। এবারে আরও একবার আপডেট পেতে চলেছে এই ই-স্কুটি। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, বাজাজ চেতক একটি নতুন ব্যাটারি বিকল্প পেতে চলেছে। সম্প্রতি লঞ্চ হওয়া Bajaj Chetak 3201 স্পেশাল এডিশনের ব্যাটারিটি সমস্ত রেঞ্জে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে। এর জেরে, রেঞ্জ বৃদ্ধির পাশাপাশি সেলের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে।

নতুন ব্যাটারি সহ আসছে Bajaj Chetak

   

নতুন ব্যাটারির প্রসঙ্গে বললে, বাজাজের এই ব্যাটারি অধিক এনার্জি যুক্ত। এর ফলে রেঞ্জ ১২৬ কিলোমিটার থেকে বেড়ে ১৩০ কিলোমিটার হবে বলে দাবি সংস্থার। নতুন সেল দেওয়ার কারণে বাজাজ তাদের এই স্কুটারের নাম পরিবর্তন করতে পারে। 

উল্লেখ্য, বাজাজ চেতক ২৯০১-এ উপস্থিত একটি ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এ বছরের প্রথম দিকে লঞ্চ হওয়া এই মডেলটির বর্তমান বাজারমূল্য ১.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। জানিয়ে রাখি, বর্তমানে এই স্কুটারটি দেশের তৃতীয় বেস্ট-সেলিং মডেল। 

নতুন TVS Jupiter নাকি Honda Activa? কোন স্কুটি আপনার জন্য উপযুক্ত দেখুন

বাজাজের লক্ষ্য, ভবিষ্যতে আরও সস্তার ভ্যারিয়েন্ট আনার। সংস্থা সূত্রে জানানো হয়েছে, জুলাই, ২০২৪-এ তারা চেতকের ১৭,৬৪২ ইউনিট বিক্রি করতে পেরেছে। ফলে আগের বছর ওইসময়ের তুলনায় বেচাকেনা বেড়েছে ৩৭৫ শতাংশ।