বাজার ধরতে সস্তার চেতক আনছে বাজাজ , এমাসেই লঞ্চ

বাজারে আলোড়ন জাগাতে সস্তার ইলেট্রিক স্কুটার আনছে একের পর এক সংস্থা। সেই পথ অনুসরণ করতে চলেছে বাজাজ অটো (Bajaj Auto)। সংস্থা তাদের জনপ্রিয় ব্যাটারি স্কুটি…

Bajaj Chetak electric scooter will launch tomorrow

বাজারে আলোড়ন জাগাতে সস্তার ইলেট্রিক স্কুটার আনছে একের পর এক সংস্থা। সেই পথ অনুসরণ করতে চলেছে বাজাজ অটো (Bajaj Auto)। সংস্থা তাদের জনপ্রিয় ব্যাটারি স্কুটি চেতকের নতুন সস্তার বৈদ্যুতিক অবতার (Bajaj Chetak) আনতে চলেছে। কম দামি সংস্করণটি ২০ ডিসেম্বর লঞ্চের কথা রয়েছে। বলার অপেক্ষা রাখে না, আসন্ন মডেলটি প্রিমিয়াম চেতক রেঞ্জের তুলনায় সাশ্রয়ী হবে। ফলে আরও বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করতে পারবে বলে আশাবাদী বাজাজ।

সস্তার Bajaj Chetak কেমন হবে?

স্পট হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বাজাজ নতুন চেতক মডেলে খরচ কমানোর জন্য বেশ কিছু পরিবর্তন এনেছে। যেমন এতে অ্যালয় হুইল ও ডিস্ক ব্রেকের পরিবর্তে স্টিল হুইল এবং উভয় প্রান্তে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়া ফ্রন্ট অ্যাপ্রনের পেছনে লক-যোগ্য গ্লোভ বক্সের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এর পরিবর্তে খোলা স্টোরেজ কিউবি রয়েছে, যেখানে মোবাইল ফোন বা ওয়ালেটের মতো ছোট জিনিস রাখা যাবে।

   

Kawasaki Ninja 300 কিনুন ৩০,০০০ টাকার বিশেষ ছাড়ে, বড়দিনের ছুটি কাটান নতুন বাইকে ঘুরে

নতুন চেতকে কিপ্যাড-লেস ইগনিশন সিস্টেমের পরিবর্তে প্রচলিত ফিজিক্যাল ইগনিশন কি ব্যবহার করা হয়েছে। প্রিমিয়াম চেতকের রঙিন টিএফটি ডিসপ্লের পরিবর্তে এই কম দামের মডেলে একটি মনোক্রোম এলসিডি ডিসপ্লে থাকবে।

ব্যাটারি এবং মোটরের নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, নতুন বাজাজ চেতক প্রায় ৯০-১০০ কিমি রেঞ্জ এবং ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টা টপ স্পিড দিতে সক্ষম হবে।

বাজাজ এই নতুন চেতকের (Bajaj Chetak) দাম প্রতিযোগিতামূলক রাখার চেষ্টা করবে বলেই অনুমান। যাতে এটি Ola S1 রেঞ্জ, TVS iQube এবং Ather Rizta-এর মতো প্রতিদ্বন্দ্বী মডেলগুলিকে টক্কর দিতে পারে। বাজাজ চেতকের এই নতুন সংস্করণটি বাজেট-বান্ধব ইলেকট্রিক স্কুটার খুঁজছেন এমন ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।