কালো রঙে বাজারে এলো বাজাজ চেতকের স্পেশাল এডিশন

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে একটি অন্যতম রাশভারী মডেল হচ্ছে বাজাজ চেতক (Bajaj Chetak)। বাজাজ অটোর (Bajaj Auto) এই একমাত্র বৈদ্যুতিক স্কুটারের একটি স্পেশাল এডিশন ভার্সন…

Bajaj-Chetak-3201-Special-E

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে একটি অন্যতম রাশভারী মডেল হচ্ছে বাজাজ চেতক (Bajaj Chetak)। বাজাজ অটোর (Bajaj Auto) এই একমাত্র বৈদ্যুতিক স্কুটারের একটি স্পেশাল এডিশন ভার্সন লঞ্চ হল ভারতে। মডেলটির নাম রাখা হয়েছে Bajaj Chetak 3201 Special Edition। বাজাজ তাদের এই স্পেশাল এডিশন মডেলটির দাম ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করেছে। টপ-স্পেক প্রিমিয়াম ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে এসেছে এটি। 

বাজাজ চেতক ৩২০১ স্পেশাল এডিশন লঞ্চ হল

   

সবচেয়ে আকর্ষণের বিষয়, আগামী ৫ আগস্ট থেকে দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে এই নয়া ইলেকট্রিক স্কুটারটি কেনা যাবে। স্পেশাল লঞ্চ প্রাইস পিরিয়ড শেষ হওয়ার পর এটি কিনতে খরচ পড়বে ১.৪০ লক্ষ টাকা। 

স্পেশাল এডিশন মডেলটি স্ট্যান্ডার্ড ভার্সনের তুলনায় দর্শনের দিক থেকে সামান্য আলাদা। বাজাজ চেতক ৩২০১ স্পেশাল এডিশনের দু’পাশে দেওয়া হয়েছে চেতক ডেকাল। এটি শুধুমাত্র ব্রুকলিন ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে। টু-টোন কোয়ালিটি সিট সহ এতে দেওয়া হয়েছে স্কাপ প্লেট। উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে এতে আছে টার্ন ব্য টার্ন নেভিগেশন সহ একটি কালার টিএফটি ডিসপ্লে, মিউজিক কন্ট্রোল, কল অ্যালার্ট অ কাস্টমাইজেশন থিম। এছাড়া উপস্থিত হিল-হল্ড অ্যাসিস্ট। 

Sumit Rathi: ৬ বছর কলকাতায় থেকেও কলকাতার চাপ সামলাতে পারলেন না সুমিত 

প্রিমিয়াম মডেল চেতক ৩২০১ স্পেশাল এডিশনে দেওয়া হয়েছে একটি ৩.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক। সম্পুর্ণ চার্জ থাকলে এটি ১৩৬ কিমি রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে। যেখানে চতকের রেগুলার প্রিমিয়াম মডেলের রেঞ্জ ১২৭ কিমি। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৭৩ কিমি। বাজারে স্কুটারটির প্রতিপক্ষ হিসেবে উপস্থিত Ather Rizta Z (দাম ১.৪৫ লক্ষ), Ola S1 Pro (দাম ১.৩৪ লক্ষ) ও TVS iQube S (দাম ১.৪৬ লক্ষ)।