সস্তার সিএনজি বাইক আনতে কোমর বেঁধেছে বাজাজ, লঞ্চ কবে?

পরিবেশবান্ধব মোটরসাইকেল লঞ্চ করে নজির গড়েছিল বাজাজ অটো (Bajaj Auto)। বিশ্বের প্রথম সিএনজি চালিত এই বাইকটির নাম বাজাজ ফ্রিডম  সিএনজি (Bajaj Freedom CNG)। এবারে সংস্থা…

Bajaj Freedom 125

পরিবেশবান্ধব মোটরসাইকেল লঞ্চ করে নজির গড়েছিল বাজাজ অটো (Bajaj Auto)। বিশ্বের প্রথম সিএনজি চালিত এই বাইকটির নাম বাজাজ ফ্রিডম  সিএনজি (Bajaj Freedom CNG)। এবারে সংস্থা এর একটি সস্তার ভ্যারিয়েন্ট আনার প্রস্তুতি চালাচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বাজাজ আসন্ন নতুন মডেলটির মহড়া শুরুর করেছে। দাম কম রাখতে কাটছাঁট করা হচ্ছে বেশ কিছু ফিচার্স। কোম্পানি জানিয়েছে, চলতি অর্থবর্ষের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ, ২০২৫-এ এই মডেলটি বাজারে আনা হবে।

এদিকে Bajaj Freedom CNG-এর এখনকার দাম ৯৪,৯৯৫ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। আসন্ন মডেলটি আরও কয়েক হাজার টাকা সস্তায় আসবে। দাম কম রাখার জন্য এতে দেওয়া হয়েছে এলইডি-র পরিবর্তে হ্যালোজেন হেডলাইট, আবার হেডলাইট ব্র্যাকেটটিও নতুন। আবার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কের পরিবর্তে দেওয়া হচ্ছে ফ্রন্ট গেইটর। বাদ পড়েছে শ্রাউড। 

   

Freedom CNG-এর নয়া ভ্যারিয়েন্টটি সিঙ্গেল-টোন কালারে আসবে বলেই মনে করা হচ্ছে। ফিচারের মধ্যে দেওয়া হচ্ছে, একটি বেসিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে ফ্রিডম-এর টপ স্পেক ভ্যারিয়েন্টে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ অল-ডিজিটাল ডিসপ্লে। আবার এতে অ্যানালগ ক্লাস্টার দেওয়ার সম্ভাবনা  উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

Triumph Daytona 660 দেখে ভীত Kawasaki, তড়িঘড়ি এই বাইকে বিশাল ডিসকাউন্টের ঘোষণা

এদিকে ইঞ্জিনে কোন বদল ঘটানো হবে না বলেই অনুমান করা হচ্ছে। সস্তার বাজাজ ফ্রিডম  সিএনজি-তেও (Bajaj Freedom CNG) থাকছে একটি ১২৫ সিসি ইঞ্জিন। এটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৯.৩ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে৯.৭ এনএম টর্ক পাওয়া যাবে।