বেঙ্গালুরুর ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) তাদের জনপ্রিয় ফ্যামিলি স্কুটার রিজতা-কে আরও আকর্ষণীয় করে তুলেছে। ২০২৫ সালের কমিউনিটি ডে ইভেন্টে সংস্থা Ather Rizta Z ভ্যারিয়েন্টে টাচ-এনাবেল ক্লাস্টার যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে। অর্থাৎ নতুন ক্রেতাদের জন্য এই ফিচারটি থাকবে স্ট্যান্ডার্ড হিসাবে। আর যারা ইতিমধ্যেই Z ভ্যারিয়েন্ট কিনে ফেলেছেন, তাঁরা ওভার-দ্য-এয়ার (OTA) সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফিচার পাবেন।
Ather Rizta Z: ড্যাশবোর্ডে নতুন সংযোজন
Ather Rizta Z ভ্যারিয়েন্টে রয়েছে ৭.০-ইঞ্চির TFT ডিসপ্লে, যা এবার টাচ-ফাংশনালিটি পেয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি স্ক্রিনে স্পর্শ করেই ক্লাস্টার নেভিগেট করতে পারবেন। উল্লেখযোগ্যভাবে, এই টাচ সাপোর্টের হার্ডওয়্যার আগেই ছিল, শুধুমাত্র সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেটি সক্রিয় করা হলো। অন্যদিকে, রিজতা S ভ্যারিয়েন্টে থাকছে ৭.০-ইঞ্চির ‘ডিপভিউ’ ডিসপ্লে, তবে সেটি টাচ-সাপোর্ট পাবে না।
২০২৫ সালের এপ্রিলেই মাত্র এক বছরের মধ্যে এক লক্ষের বেশি রিটেল ইউনিট বিক্রি করে নজির গড়েছে এথার রিজতা। পারিবারিক স্কুটার ক্রেতাদের মধ্যে এর চাহিদা বিপুল হওয়ায় সংস্থার মোট বিক্রির প্রায় ৬০ শতাংশই এসেছে রিজতা থেকে। টাচ-এনেবলড ক্লাস্টারের নতুন আপডেট নিঃসন্দেহে এটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে।
ব্যাটারি অপশন ও পারফরম্যান্স
এথার রিজতা বাজারে পাওয়া যায় দুটি ভ্যারিয়েন্টে – S এবং Z। দুটি ভ্যারিয়েন্টেই আছে তিনটি ব্যাটারি প্যাক অপশন: ২.৭ কিলোওয়াট, ২.৯ কিলোওয়াট ও ৩.৭ কিলোওয়াট। ভ্যারিয়েন্ট ভেদে IDC রেঞ্জ ১২৩ কিমি থেকে ১৫৯ কিমি পর্যন্ত হতে পারে। উভয় ভ্যারিয়েন্টেই রয়েছে ৪.৩ কিলোওয়াট (৫.৭৭ bhp) পিক পাওয়ার আউটপুট এবং ২২ Nm টর্ক। স্কুটারের সর্বোচ্চ গতি ৮০ কিমি/ঘণ্টা, আর ০-৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় লাগে মাত্র ৪.৭ সেকেন্ড।
নতুন কনসেপ্ট মডেল উন্মোচন
তৃতীয় সংস্করণের কমিউনিটি ডে ইভেন্টে এথার আরও দুটি কনসেপ্ট মডেল প্রকাশ করেছে। এর মধ্যে একটি হলো EL01, যা একটি ফ্যামিলি-ওরিয়েন্টেড মডেল এবং ২০২৬ সালে প্রোডাকশনে আসবে। অন্যটি হলো Redux, একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, যা আপাতত প্রোডাকশনের পরিকল্পনায় নেই। এছাড়াও সংস্থাটি 450 Apex মডেলের জন্য ক্রুজ কন্ট্রোল ফিচার এবং একটি নতুন ৬ কিলোওয়াট ফাস্ট চার্জারও উন্মোচন করেছে।
প্রসঙ্গত, এথার এনার্জির এই নতুন টাচ-এনেবলড ক্লাস্টার আপডেট নিঃসন্দেহে রিজতা Z (Ather Rizta Z) ভ্যারিয়েন্টকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করে তুলেছে। OTA আপডেটের সুবিধায় পুরনো গ্রাহকরা যেমন নতুন অভিজ্ঞতা পাবেন, তেমনি নতুন ক্রেতারাও আরও উন্নত ফিচার সহ স্কুটার হাতে পাবেন। এক লক্ষের বেশি বিক্রির মাইলফলক অতিক্রম করার পর এথারের লক্ষ্য স্পষ্ট—ফ্যামিলি স্কুটার সেগমেন্টে নিজেদের অবস্থান আরও মজবুত করা।