HomeBusinessAutomobile Newsভেজা রাস্তায় স্কিড করবে না, ই-স্কুটিতে অত্যাধুনিক ফিচার আনছে Ather Energy

ভেজা রাস্তায় স্কিড করবে না, ই-স্কুটিতে অত্যাধুনিক ফিচার আনছে Ather Energy

- Advertisement -

স্কুটারের চাকা ছোট। তাই রাস্তায় চলার সময় স্কিড করতে পারে। এই আশঙ্কায় অনেকেই এই জাতীয় টু হুইলার কেনা থেকে দূরে থাকেন। সেই সমস্ত ক্রেতাদের জন্য এবার মাঠে নামল দেশের অন্যতম প্রথম সারির বৈদ্যুতিক দু’চাকার গাড়ি নির্মাতা এথার এনার্জি (Ather Energy)। সংস্থা ঘোষণা করে জানিয়েছে, তারা অ্যাডভান্সড রাইডার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যারাস (ARAS) আনতে চলেছে। কী এই প্রযুক্তি এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Ather ARAS ফিচার্স

   

উল্লেখ্য, বর্তমানে এথারের পোর্টফোলিও’তে রয়েছে তিনটি ইলেকট্রিক স্কুটি – Ather 450S, Ather 450X ও Ather Rizta। সংস্থা জানিয়েছে, তাদের অ্যারাস স্যুটে থাকছে স্কিড কন্ট্রোল এবং ফল সেফ টেকনোলজি। এছাড়া এতে ট্রাকশন কন্ট্রোলের মত বৈশিষ্ট্যও উপলব্ধ থাকবে। ভেজা পথে বা বালিতে চালানোর সময় চাকা প্রায় ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখতে পারে না। এমন সমস্যা দূর করবে এই প্রযুক্তি। 

কোম্পানি সূত্রে জানানো হয়েছে, এ বছরের শুরুতে Ather Rizta-তে ইতিমধ্যেই তারা স্কিড কন্ট্রোল প্রযুক্তি পরীক্ষা করে দেখেছে। অন্যদিকে স্কুটিতে কোনরকম গলতি দেখা দিলেই তা দজানান দেবে ফল সেফ ফিচার। ফলে সে সময় গতি বাড়ানোর পরিবর্তে বাহন থামিয়ে বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে সমর্থ হবেন চালক।

আধুনিকতায় ক্রেতাদের মন ভোলাবে, বাজারে আসছে নতুন Hero Destini 125 Xtec

সফটওয়্যার ও হার্ডওয়্যারের উপযুক্ত সংমিশ্রণের মাধ্যমে এই ফিচার তৈরি করেছে বলে জানিয়েছে এথার (Ather Energy)। এছাড়া সেফটি ফিচার্স হিসাবে দেওয়া হচ্ছে এমার্জেন্সি স্টপ সিগনাল। এটি বেশি গতিতে জোরে ব্রেক কষলেও স্কুটি পড়ে যাওয়া থেকে আটকাবে। আবার লাইভ লোকেশন শেয়ারিং, থেফট এবং টোয়িং সনাক্তকরণের ব্যবস্থাও থাকবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular