Ather-এর এই দুই ই-স্কুটারে 25,000 ডিসকাউন্ট, কিনতে লম্বা লাইন ক্রেতাদের

পুজোর আগে ক্রেতাদের বিপুল কেনাকাটার সুযোগ নিতে ময়দানে নামল এথার এনার্জি (Ather Energy)। ফ্ল্যাগশিপ সহ আরও একটি ইলেকট্রিক স্কুটারে লোভনীয় অফারের কথা ঘোষণা করল। মডেলগুলি…

Ather-apex-discount

পুজোর আগে ক্রেতাদের বিপুল কেনাকাটার সুযোগ নিতে ময়দানে নামল এথার এনার্জি (Ather Energy)। ফ্ল্যাগশিপ সহ আরও একটি ইলেকট্রিক স্কুটারে লোভনীয় অফারের কথা ঘোষণা করল। মডেলগুলি হচ্ছে – Ather 450X ও Ather 450 Apex। এগুলি এখন ২৫,০০০ টাকা ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। আবার ফেস্টিভ অফারে এথার তাদের স্কুটির ব্যাটারিতে আট বছরের ওয়ারেন্টি অফার করছে। চলুন ছাড়ের প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এথার তাদের বৃহৎ গ্রিড নেটওয়ার্কের মাধ্যমে এক বছরের জন্য ফ্রি চার্জিং অফার করছে। বর্তমানে এদেশে তাদের ২,১৫২টি ফাস্ট-চার্জিং পয়েন্ট রয়েছে। ৫,০০০ টাকার বিনিময়ে এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা এখন Ather 450X ও 450 Apex কিনলে ৫,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আবার নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১০,০০০ টাকা ক্যাশব্যাক অফার করছে কোম্পানি। চলুন ই-স্কুটার দুটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

   

Ather 450X

Ather 450X দু’ধরণের ব্যাটারি সহ বেছে নেওয়া যায় – ২.৯ কিলোওয়াট আওয়ার এবং ৩.৭ কিলোওয়াট আওয়ার। এতে ফিচার হিসাবে দেওয়া হয়েছে গুগল ম্যাপস ইন্টিগ্রেশন সহ একটি সাত ইঞ্চি টাচস্ক্রিন টিএফটি ডিসপ্লে, পার্কঅ্যাসিস্ট, অটোহোল্ড এবং ফলসেফ। এটি সর্বোচ্চ গতিতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ছুটতে পারে। একবার ফুল চার্জে ১৪৬ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

Ather 450 Apex

১.৯৫ লক্ষ টাকা মূল্যের 450 Apex-এর দারুন পারফরম্যান্স এবং ডিজাইন। ইন্ডিয়াম ব্লু কালারের সঙ্গে এর হুইল, লোগো এবং ফ্রেমে অরেঞ্জ হাইলাইট সকলের নজর কাড়ে। আবার ট্রান্সপারেন্ট সাইড প্যানেল অনেকের কাছেই নস্টালজিয়া। 

কালো চিতার সঙ্গে তুলনা! Honda-র এই শক্তিশালী বাইক সম্পর্কে জানলে তাজ্জব হবেন

Ather 450 Apex-এ রয়েছে উচ্চ ক্ষমতার ইলেকট্রিক মোটর, যা থেকে ৭ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। স্ট্যান্ডার্ড মডেলের চাইতে এটি ০.৬ কিলোওয়াট বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। এতে উপস্থিত Warp+ মোডে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগ তোলা যায়। আবার ০-৪০ কিমি/ঘন্টার গতি ২.৯ সেকেন্ডে তোলা যায়। এথারের দাবি, স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এর অ্যাক্সেলারেশন ৩০% বেশি।

গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে এতে উপস্থিত নতুন অ্যাডভান্স রি-জেনারেটিভ ব্রেকিং। অর্থাৎ ব্রেক না কষেই গতিবেগ কমানো সম্ভব। এতে ব্যাটারিও পুড়বে না। স্ট্যান্ডার্ড মডেলের রেঞ্জ যেখানে ১৫০ কিলোমিটার, সেখানে এটি ফুল চার্জে ১৫৭ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। এতে উপস্থিত একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, টায়ার প্রেসার মনিটরিং। স্কুটারের সঙ্গে মানানসই একটি স্পেশাল এডিশন হেলমেট দেওয়া হয় ক্রেতাদের।