ইলেকট্রিক টু-হুইলারের বাজারে Ather 450S-এর একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হল Ather Energy। সংস্থা তাদের জনপ্রিয় স্কুটারের আরও এক আকর্ষণীয় মডেল লঞ্চ করেছে, যাতে এবার থাকছে বড় ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এই ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম নির্ধারিত হয়েছে ১.৪৫ লক্ষ টাকা (বেঙ্গালুরুতে)। নতুন ব্যাটারির সঙ্গে এখন স্কুটারটি IDC সার্টিফায়েড ১৬১ কিমি রেঞ্জ দিতে সক্ষম, যা সংস্থার ফ্ল্যাগশিপ মডেল Ather 450X-এর সমান।
Ather 450S লঞ্চ হল
এই নতুন Ather 450S ভ্যারিয়েন্টটি মূলত সংস্থার এন্ট্রি লেভেল ২.৯ কিলোওয়াট আওয়ার মডেল ও প্রিমিয়াম 450X ৩.৭ কিলোওয়াট আওয়ার মডেলের মধ্যে একটি ভারসাম্য তৈরি করেছে। তবে এতে ব্যবহৃত হয়েছে পূর্বের মতোই ৫.৪kW মোটর, যা ২২Nm টর্ক উৎপন্ন করতে পারে এবং ০-৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় লাগে মাত্র ৩.৯ সেকেন্ড।
ডিজাইন ও রাইডিং মোডে কোনও পরিবর্তন নেই
দেখতে নতুন 450S ৩.৭ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টটি আগের 450 সিরিজের মতোই। এর তীক্ষ্ণ ডিজাইন, LED হেডল্যাম্প এবং উন্নত ফিট-ফিনিশ একই রাখা হয়েছে। স্কুটারটি আগের মতোই চারটি রাইডিং মোড – Smart Eco, Eco, Ride ও Sport – নিয়ে এসেছে, যা ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী মাইলেজ ও পারফরম্যান্সের মধ্যে বেছে নেওয়ার সুযোগ দেয়।
Triumph Thruxton 400 লঞ্চের তারিখ ঘোষিত হল, দাম কেমন হবে মিলল ইঙ্গিত
ফিচার
নতুন ভ্যারিয়েন্টে থাকছে একটি ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, যাতে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডিসপ্লের অটো ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, এবং AtherStack Pro সফটওয়্যারের সাপোর্ট রয়েছে। সেফটির দিক থেকে থাকছে অটোহোল্ড, ফলসেফ, এমার্জেন্সি স্টপ সিগনাল এবং অ্যালেক্সা ইন্টিগ্রেশন। এছাড়া সফটওয়্যারে OTA আপডেটের সুবিধাও রয়েছে, যাতে স্কুটারটি আপডেটেড থাকে সবসময়।
হোম চার্জার ব্যবহার করে স্কুটারটি ০-৮০% চার্জ হতে প্রায় ৪.৫ ঘণ্টা সময় নেয়। সংস্থা জানিয়েছে, নতুন Ather 450S-এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে, যা দেশের সমস্ত Ather রিটেল আউটলেট এবং অনলাইন চ্যানেলের মাধ্যমে করা যাচ্ছে। আগস্ট ২০২৫ থেকে ডেলিভারি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
450S-এর এই নতুন ভার্সনটি এমন গ্রাহকদের জন্য আদর্শ, যারা একটি লম্বা রেঞ্জের ইলেকট্রিক স্কুটার চাইলেও 450X-এর উচ্চ মূল্য দিতে প্রস্তুত নন। ১৬১ কিমি রেঞ্জে ₹১.৪৫ লক্ষের দামে বাজারে এই স্কুটারটি নিঃসন্দেহে সংস্থার বিক্রিতে গতি আনবে বলে মনে করা হচ্ছে।