S1-এর দিন কি ফুরালো? নতুন S2 ও S3 ব্র্যান্ডের মাধ্যমে বাজার তোলপাড়ের সম্ভাবনা Ola-র

গত ১৫ অগস্ট ওলা ইলেকট্রিক (Ola Electric) ভারতের বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। একের পর এক নতুন মডেল এনে চলেছে…

Ola-Grand-Adventure

গত ১৫ অগস্ট ওলা ইলেকট্রিক (Ola Electric) ভারতের বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। একের পর এক নতুন মডেল এনে চলেছে ওলা। কিন্তু তা সত্ত্বেও এতটুকু আত্মতুষ্টি গ্রাস করতে পারেনি তাদের। এবারে ইলেকট্রিক স্কুটার নিয়ে ভবিষ্যত পরিকল্পনার রূপরেখা প্রকাশ করল কোম্পানি। একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এটি দেখানো হয়েছে। 

প্রেজেন্টেশনে দেখা গিয়েছে, ওলা ইলেকট্রিক নানাবিধ সেগমেন্টে ব্যাটারি পরিচালিত স্কুটার হাজির করবে। S1-এর পর এবারে S2 ও S3 ব্র্যান্ড লঞ্চ করবে সংস্থা। বর্তমানে বাজারে ওলা এস১ (Ola S1)-এর আওতাধীন মডেলগুলি আলোড়ন ফেলেছে। এবারে আসন্ন ব্র্যান্ড দুটির মাধ্যমে সে পথ আরও প্রশস্ত করার স্বপ্নে বিভোর ওলা।

   

S1-এর পর এবারে S2 ও S3 ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে Ola

সংস্থা সূত্রে জানানো হয়েছে, S2 ও S3 ব্র্যান্ডের আওতায় প্রিমিয়াম রেঞ্জের স্কুটার আনা হবে। প্রেজেন্টেশনে মোট পাঁচটি নতুন ইলেকট্রিক স্কুটারের মডেল দেখানো হয়েছে। S2-এর অধীনে আছে তিনটি স্কুটি। যথা – City, Tourer ও Sports। আবার S3-এর অধীনে দুটি মডেল রয়েছে – Grand Adventure ও Grand Tourer। জানিয়ে রাখি, এগুলি এখনও উন্নয়নের প্রাথমিক পর্যায়ে আছে। তাই এগুলির বাজারে আসতে আরও কয়েক বছর সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে।

চএদিকে ওলা দাবি করেছে তাদের ভবিষ্যতের এই মডেলগুলি Gen 3 বা তৃতীয় প্রজন্মের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। পারফরম্যান্স ও রেঞ্জের দিক থেকেও উন্নততর হবে এগুলি। মডেলগুলির দাম ২ লক্ষ টাকার বেশি রাখা হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থা।

ডিজাইন ও ফিচারে চমক সহ সেপ্টেম্বরে আসছে নতুন Hero Destini 125, নিশ্চিত করল সংস্থা

প্রসঙ্গত, পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যায়, ওলা ইলেকট্রিক একাধিক মডেল ও তাদের প্রযুক্তি প্রদর্শন করতে পছন্দ করে। এর আগে সংস্থা যতগুলি মডেল দেখিয়েছিল তার মধ্যে কয়েকটি মাত্র আনা হয়েছে। এদিকে ওলার আফটার সেলস পরিষেবা নিয়ে আঙুল উঠতে শুরু করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রেতাদের অসন্তুষ্টির কথা সামনে আসছে। অভিযোগ, তাঁরা ঠিকঠাক সার্ভিস পাচ্ছেন না। এমতাবস্থায় পরিষেবা প্রদানের বিষয়ে ওলার আরেকটু যত্নবান হওয়া উচিত বলে দাবি উঠছে।