ভারতের মোটরসাইকেলের বাজারে Aprilia Tuono 457 লঞ্চ হতে চলেছে। ইতালিয় কোম্পানি এপ্রিলিয়ার (Aprilia) এই প্রিমিয়াম বাইকের লঞ্চ ঘিরে দীর্ঘদিন ধরেই জল্পনা দানা বেঁধেছে। এবারে সংস্থার এদেশে স্ট্রিট-নেকেড ভার্সনের বাইকটির ডিজাইন পেটেন্ট দায়ের করার খবর সামনে এল। আবার এপ্রিলিয়ার ভারতীয় ওয়েবসাইটে বাইকটিকে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে দেশের বাজারে মডেলটির লঞ্চ একপ্রকার নিশ্চিত বলা যায়। এমনকি এমাসেই Tuono 457-এর আত্মপ্রকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে।
যাই হোক, লঞ্চের সময় বাইকটির দাম ঘোষণা করা হবে। ইতিমধ্যেই বাইকটির নানান খুঁটিনাটি তথ্য সামনে এসেছে। চলুন Tuono 457-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
Aprilia Tuono 457: ইঞ্জিন এবং কর্মক্ষমতা
Tuono 457 মডেলটি এর আগের RS 457 মডেলের একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। এই বাইকে দেওয়া হয়েছে ৪৫৭ সিসি লিকুইড-কুলড প্যারালেল-টুইন ইঞ্জিন, যা ৪৭ বিএইচপি শক্তি এবং ৪৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি একটি ছ’গিয়ারযুক্ত ট্রান্সমিশনের সাথে যুক্ত। পাশাপাশি, এতে একটি কুইক-শিফটার সংযোজন করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
ফিচার্স এবং ডিজাইন
Tuono 457 মডেলটিতে আধুনিক প্রযুক্তির সমাহার দেখা যাবে। এতে থাকবে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, রাইড মোড, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), একটি রঙিন টিএফটি ডিসপ্লে ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে এবং এলইডি লাইট। সাসপেনশনের জন্য রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক। ব্রেকিংয়ের জন্য উভয় প্রান্তে সিঙ্গেল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
বাইকটির চাকা ১৭ ইঞ্চি অ্যালয় দিয়ে তৈরি এবং টায়ার সাইজ ১১০/৭০ সামনের দিকে এবং ১৫০/৬০ পেছনের দিকে। RS মডেলের তুলনায় Tuono 457-এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। এটি একটি সম্পূর্ণ নগ্ন বাইক, যা একটি সিঙ্গল-পিস হেডলাইট এবং বুমেরাং-আকৃতির এলইডি ডিআরএল নিয়ে আসে। বাইকটির এরগোনমিক্স একটি রোডস্টার বাইকের মতোই।
Aprilia Tuono 457 লঞ্চের আগেই এর অনানুষ্ঠানিক বুকিং শুরু হয়েছে। বাজারে এটি KTM 390 Duke, TVS Apache RTR 310 এবং Yamaha MT-03 এর মতো বাইকগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। এর দাম এবং সম্পূর্ণ বিবরণ লঞ্চের সময় প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এই লঞ্চের মাধ্যমে এপ্রিলিয়া ভারতের প্রিমিয়াম রোডস্টার সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।