ভারতীয় বাজারে Aprilia SR 175 আসতে চলেছে। এটি Aprilia‑র ফ্ল্যাগশিপ স্কুটার। এই স্পোর্টি স্কুটার SR 160-র জায়গা দখল করতে চলেছে। অর্থাৎ SR 160 এক শক্তিশালী উত্তরাধিকারী পেতে চলেছে। ইতালীয় নির্মাতা চলতি মাসের শেষেই ১৭৫ সিসি ভার্সনের SR লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই দেশে সংস্থার বিভিন্ন ডিলারশিপে নতুন স্কুটারটি পৌঁছনোর কাজ চালু হয়েছে। বাইক‑সিরিজ RS 457 ও Tuono 457‑এর অনুপ্রেরণায় তৈরি নতুন গ্রাফিক্স‑সহ রঙিন স্কিম আগের চেহারায় এনে দিয়েছে এক সতেজতা।
Aprilia SR 175-এর ডিজাইনে পরিচিত ধারা সুস্পষ্ট
V‑আকৃতির এলইডি হেডলাইট, তীক্ষ্ণ ফ্রন্ট অ্যাপ্রন ও কাঁটাছেড়া সাইড প্যানেল— SR 160‑এর আক্রমণাত্মক লুক প্রায় অপরিবর্তিত রয়েছে। ১৪‑ইঞ্চি অ্যালয় হুইল, খোলা ইঞ্জিন ও দৃশ্যমান রিয়ার সাসপেনশন মিলিয়ে স্কুটারটির স্পোর্টি চরিত্র আরও উজ্জ্বল হয়েছে। নতুন কালার স্কিম ছাড়া বাহ্যিক কোনও উল্লেখযোগ্য বদল চোখে পড়বে না।
শীতঘুম কাটিয়ে বাজারে ফিরল Royal Enfield Scram 440, ফের শুরু বুকিং ও টেস্ট রাইড
১৭৫ সিসি‑এর শক্তি, টর্কে উল্লেখযোগ্য বৃদ্ধি
Aprilia SR 175-এর সবচেয়ে বড় আপগ্রেড ইঞ্জিনে। নতুন ১৭৪.৭ cc তিন‑ভাল্ভ সিংগল‑সিলিন্ডার মোটর থেকে আনুমানিক ১২.৭ bhp শক্তি ও ১৪.১৪ Nm টর্ক মিলবে, যা আগের SR 160‑এর চেয়ে স্পষ্টতই বেশি। সাসপেনশন সেট‑আপ, টায়ার ও ব্রেকিং হার্ডওয়্যার মূলত আগের মতোই থাকছে- সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে সিঙ্গল শক, পাশাপাশি ডিস্ক‑ড্রাম কম্বিনেশন ব্রেক।
নতুন ডিজিটাল কনসোলে ব্লুটুথ কানেক্টিভিটি
প্রযুক্তির দিক থেকেও আধুনিক স্পর্শ পেল স্কুটারটি। RS 457‑এর অনুকরণে যুক্ত হচ্ছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে ব্লুটুথ যুক্ত করে নেভিগেশন, জিও‑ফেন্সিং, কল‑এসএমএস অ্যালার্টের সুবিধা মিলবে। এতে স্মার্টফোনের সঙ্গে স্কুটার সমন্বয় করে যাত্রা‑তথ্য ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আপডেটও পাওয়া যাবে।
Yamaha RayZR 125 Fi Hybrid‑এ 10,000 পর্যন্ত ছাড় ও 10 বছরের ওয়ারেন্টি, 70 বছর পূর্তিতে অফার
বর্তমানে SR 160‑এর এক্স‑শোরুম মূল্য ₹১.৩১ লক্ষ। নতুন ইঞ্জিন ও ফিচার যুক্ত হওয়ায় Aprilia SR 175‑এর দাম সামান্য বেশি, সম্ভবত ₹১.৩৫–₹১.৪০ লক্ষর ঘরে থাকতে পারে। বাজারে এর প্রধান প্রতিদ্বন্দ্বী হবে Yamaha Aerox 155। এছাড়া শিগগিরই আসছে Hero Xoom 160 – যার সঙ্গে সরাসরি লড়াই করবে Aprilia‑র এই আপডেটেড স্পোর্টি স্কুটার।