রেনো (Renault) ভারতের বাজারে নিজের অবস্থান ফের শক্ত করতে একাধিক নতুন মডেল আনার পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসাবে আসছে নতুন প্রজন্মের Renault Duster, যেটি ২০২৬ সালে লঞ্চ হবে বলে সূত্রের খবর। তবে এর আগেই সংস্থা আরও বড় মাপের একটি ৭-সিটার Duster SUV-এর কাজ শুরু করে দিয়েছে। এই মডেলটি আন্তর্জাতিক বাজারে Bigster অথবা Boreal নামে পরিচিত হতে পারে। সম্প্রতি তামিলনাড়ুর রাস্তায় এই ৭-সিটার Duster-এর টেস্টিং চলাকালীন ছবি সামনে এসেছে, যা এই গাড়ির আগমনের ইঙ্গিত দিচ্ছে।
৭-সিটার Renault Duster শক্তপোক্ত ডিজাইন ও বড় চেহারা
গাড়িটি সম্পূর্ণ ক্যামোফ্লেজে থাকলেও তার আকার-আকৃতি ও কিছু নকশাগত বৈশিষ্ট্য থেকে বোঝা যাচ্ছে যে এটি নতুন প্রজন্মের ৫-সিটার Duster-এরই বড় সংস্করণ। এর সামনের অংশে দেখা গেছে চওড়া LED DRL, দৃষ্টিনন্দন রাগড ফ্রন্ট ফেসিয়া এবং সোজাসুজি SUV স্টাইল সিলুয়েট। ৭-সিটার হিসেবে, এই গাড়িটি আরও লম্বা ও উঁচু হবে বলে অনুমান করা হচ্ছে, যাতে তৃতীয় সারিতে যাত্রীদের জন্য যথেষ্ট জায়গা পাওয়া যায়।
গাড়িটির বড় আকারের জানালা, মোটা রুফ রেল, বক্সি হুইল আর্চ এবং স্পোর্টি রিয়ার স্পয়লার এর উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে। টেস্ট মিউলে দেখা গেছে বড় আকারের অ্যালয় হুইল, সম্ভবত ১৮ ইঞ্চি, যা রাস্তায় ভালো গ্রিপের পাশাপাশি একটি আধুনিক SUV-র অনুভূতি দেবে।
ভারী বর্ষায় সুখবর দিল Ola! আনল নতুন MoveOS 5 আপডেট, S1 ও Roadster X এবার আরও স্মার্ট
অভ্যন্তরীণ ফিচার ও প্রযুক্তি
Renault Duster-এর এই ৭-সিটার সংস্করণে আধুনিক ফিচারের ছড়াছড়ি থাকার সম্ভাবনা রয়েছে। এতে থাকতে পারে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যার সঙ্গে থাকবে ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay। থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার AC ভেন্ট, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, পুশ-বাটন স্টার্ট, ওয়্যারলেস চার্জিং এবং প্যানোরামিক সানরুফ।
দ্বিতীয় সারির সিট রিক্লাইন বা স্লাইড করা যাবে বলে ধারণা করা হচ্ছে, যাতে তৃতীয় সারিতে যাওয়া সহজ হয়। ৭-সিটার গাড়ির ক্ষেত্রে যাত্রীদের জন্য আরাম ও ব্যবহারিকতার দিকে নজর দেবে Renault।
Renault এখনও এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে কিছু জানায়নি। তবে অনুমান করা হচ্ছে, এটি একটি হাইব্রিড পাওয়ারট্রেন নিয়ে বাজারে আসবে। বর্তমান পরিবেশবান্ধব নীতি ও ফুয়েল এফিশিয়েন্সির দিকে নজর রেখে একটি মাইল্ড অথবা স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিনই বেশি সম্ভাব্য।
আন্তর্জাতিক বাজারে পরবর্তী পর্যায়ে এই মডেলের একটি ডুয়াল-মোটর অল-হুইল-ড্রাইভ ইলেকট্রিক ভার্সনও আসতে পারে, যা ২০২৭ নাগাদ লঞ্চ হতে পারে। তবে ভারতীয় বাজারে প্রথমে হাইব্রিড ও টার্বো-পেট্রোল ভ্যারিয়েন্টই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালের জুলাই মাসে এই গাড়ির গ্লোবাল ডেবিউ হওয়ার কথা থাকলেও, ভারতে ইতিমধ্যেই টেস্টিং শুরু হয়ে যাওয়া দেখে ধারণা করা হচ্ছে, উৎসবের মরসুমেই Renault ভারতীয় বাজারে এই ৭-সিটার Renault Duster নিয়ে আসতে পারে। এটি Renault-এর ‘দ্বিতীয় ইনিংস’-এর অন্যতম গুরুত্বপূর্ণ গাড়ি হয়ে উঠতে চলেছে।