Maruti Suzuki তাদের জনপ্রিয় সাব-ফোর-মিটার SUV Brezza-এর আপডেটেড ভার্সন (2026 Maruti Brezza Facelift) নিয়ে কাজ করছে, আর সেই গাড়িটি আবারও টেস্টিং চলাকালীন জনসমক্ষে ধরা পড়েছে। নতুনভাবে শেয়ার হওয়া স্পাই ইমেজে প্রথমবার দেখা গেল গাড়িটির আপডেটেড ফ্রন্ট ডিজাইন, যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এটি একটি ফেসলিফ্ট সংস্করণ।
2026 Maruti Brezza Facelift: খুঁটিনাটি
ছবিতে দেখা যায়, নতুন প্রজন্মের Maruti Brezza-এর সামনে সামান্য ডিজাইন বদল করা হয়েছে। বিশেষ করে বাম্পারে কিছু নতুন কাট ও লাইন যোগ করা হয়েছে, যা বর্তমান সংস্করণের তুলনায় আরও পরিশীলিত লুক দিতে পারে। গ্রিলে এখন আর আগের মতো ডুয়াল-ক্রোম এলিমেন্ট দেখা যাচ্ছে না। এই পরিবর্তন সম্ভবত গাড়িটিকে আরও মিনিমালিস্ট ও পরিমার্জিত লুক দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য আপডেট হিসেবে নজর কাড়ছে ফ্রন্ট গ্রিলের মাঝখানে থাকা একটি নতুন ADAS সেন্সর। এই সেন্সর যুক্ত হওয়া মানেই Brezza এবার আরও উন্নত নিরাপত্তা ফিচার এবং আধুনিক ড্রাইভিং অ্যাসিস্টেন্স টেকনোলজি নিয়ে আসতে পারে। এটি হতে পারে lane assist, adaptive cruise control অথবা autonomous braking-এর মতো ফিচারের ইঙ্গিত। এটি এন্ট্রি-লেভেল SUV সেগমেন্টে Brezza-কে প্রতিযোগিতায় আরও এগিয়ে রাখতে সাহায্য করতে পারে।
বাকি ডিজাইনের দিকে তাকালে দেখা যায় যে অ্যালয় হুইল ডিজাইন আগের মতোই একই রাখা হয়েছে। অর্থাৎ Maruti শুধুমাত্র প্রয়োজনীয় কসমেটিক পরিবর্তনেই সীমাবদ্ধ থাকছে। এছাড়া জানা গেছে যে নতুন Brezza-তে সেই CNG কিট ব্যবহার করা হতে পারে, যা প্রথম দেখা গিয়েছিল Victoris SUV মডেলে। এই আপডেট ক্রেতাদের আরও সাশ্রয়ী রানিং খরচের বিকল্প দিতে পারে।
ইঞ্জিন
ইঞ্জিনের দিক থেকে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমান Brezza-তে থাকা 1.5-লিটার NA পেট্রোল ইঞ্জিনই সম্ভবত নতুন ফেসলিফ্টেও থাকছে। এর সঙ্গে থাকবে 5-স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স অপশন। ফলে পারফরম্যান্স চরিত্র একই থাকবে, যদিও নিয়ম মেনে মারুতি ফুয়েল ইফিশিয়েন্সি কিছুটা উন্নত করতে পারে।
এখনও পর্যন্ত Maruti Suzuki নতুন Brezza নিয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। তবে এই টেস্টিং ইমেজগুলো দেখে অনুমান করা যায় যে ফেসলিফ্টেড Brezza আগামী বছরে বাজারে হাজির হতে পারে। ভারতের SUV বাজারে এই মডেলটির (2026 Maruti Brezza Facelift) জনপ্রিয়তা আগেই উচ্চ পর্যায়ে, আর নতুন আপডেট ও আধুনিক ফিচার যুক্ত হলে এটি আরও বেশি গ্রাহক টানতে সক্ষম হতে পারে। প্রসঙ্গত, গাড়িটি কবে লঞ্চ হবে এবং কী দামে বাজারে আসবে তা জানতে এখনো কিছুটা অপেক্ষা করতে হবে। তবে আপকামিং SUV ক্রেতারা ইতিমধ্যেই Brezza-এর এই নতুন রূপ নিয়ে রোমাঞ্চিত।
