ভারতে লঞ্চ হল 2026 Kawasaki Z650RS, জানুন দাম ও নতুন ফিচার

Kawasaki ভারতে তাদের জনপ্রিয় নিও-রেট্রো মোটরসাইকেল Z650RS-এর ২০২৬ মডেল (2026 Kawasaki Z650RS) লঞ্চ করেছে। এই বাইকের এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ৭.৮৩ লক্ষ টাকা। যান্ত্রিক…

2026 Kawasaki Z650RS

Kawasaki ভারতে তাদের জনপ্রিয় নিও-রেট্রো মোটরসাইকেল Z650RS-এর ২০২৬ মডেল (2026 Kawasaki Z650RS) লঞ্চ করেছে। এই বাইকের এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ৭.৮৩ লক্ষ টাকা। যান্ত্রিক দিক থেকে বড় কোনও পরিবর্তন না থাকলেও, নতুন মডেলটিকে E20-কমপ্লায়েন্ট করা হয়েছে। এর ফলে ইঞ্জিন এখন ইথানল-মিশ্রিত জ্বালানির সঙ্গে মানানসই হলেও টর্ক আউটপুটে সামান্য পরিবর্তন এসেছে। একই সঙ্গে বাইকটি পেয়েছে একটি নতুন মেটালিক ব্লু ও গোল্ড কালার স্কিম, যা আগের ব্ল্যাক ও গোল্ড রঙের জায়গা নিয়েছে। যদিও গ্রাফিক্স ও আইকনিক গোল্ডেন হুইল আগের মতোই রাখা হয়েছে।

Advertisements

এই আপডেটটি Kawasaki-র ৬৫০ সিসি লাইনআপকে E20-রেডি করার বৃহত্তর পরিকল্পনার অংশ। এর আগেই Ninja 650 এবং Versys 650 মডেলে এই আপগ্রেড দেওয়া হয়েছে, আর এবার সেই তালিকায় যুক্ত হল Z650RS।

   

2026 Kawasaki Z650RS: ইঞ্জিন ও স্পেসিফিকেশন

2026 Kawasaki Z650RS-এ রয়েছে পরিচিত ৬৪৯ সিসি লিকুইড-কুলড, ৪-স্ট্রোক প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮,০০০ rpm-এ ৫০.২ kW (৬৮ PS) শক্তি উৎপাদন করে এবং ৬,৭০০ rpm-এ সর্বোচ্চ ৬৪ Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে ৬-স্পিড রিটার্ন গিয়ারবক্স, যার সঙ্গে দেওয়া হয়েছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। এর ফলে গিয়ার শিফটিং হয় আরও মসৃণ এবং দীর্ঘ রাইডে রাইডারের ক্লান্তিও কমে। পারফরম্যান্স ও দৈনন্দিন ব্যবহার—দু’দিক থেকেই এই ইঞ্জিন সেটআপ যথেষ্ট ভারসাম্যপূর্ণ।

2026 Kawasaki Vulcan S লঞ্চ হল ভারতে! দাম SUV-র সমান

ডিজাইনের ক্ষেত্রে Z650RS তার রেট্রো অনুপ্রেরণাকে আধুনিক ছোঁয়ার সঙ্গে দারুণভাবে মিলিয়ে নিয়েছে। ১৯৭০-এর দশকের ক্লাসিক মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত স্টাইলিং এই বাইকের বড় আকর্ষণ। এতে রয়েছে স্লিম ১২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ফ্ল্যাট স্পোক ডিজাইনের কাস্ট হুইল, যা দেখতে অনেকটা পুরনো দিনের ওয়্যার-স্পোক হুইলের মতো। লাইটিং সিস্টেমেও রয়েছে আধুনিক প্রযুক্তির সঙ্গে নস্টালজিক আবহ। রাউন্ড আকৃতির LED হেডল্যাম্পে ডুয়াল-চেম্বার ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা পুরনো বাল্বের মতো উজ্জ্বলতা দেয়, আর এর সঙ্গে রয়েছে কমপ্যাক্ট হরাইজন্টাল LED টেলল্যাম্প।

রাইডিং কমফোর্টের দিকেও বিশেষ নজর দিয়েছে Kawasaki। বাইকটিতে রয়েছে ট্রেলিস ফ্রেম এবং ৮২০ মিমি সিট হাইট, যা বেশিরভাগ রাইডারের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে মাটিতে পা রাখার সুযোগ দেয়। সোজা রাইডিং পজিশন বাইকটিকে শহরের ট্রাফিকেও সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে এবং লং রাইডেও আরাম বজায় রাখে।

ইন্সট্রুমেন্টেশনেও পুরনো ও নতুনের সুন্দর মেলবন্ধন দেখা যায়। নতুন Z650RS-এ রয়েছে অ্যানালগ-স্টাইল স্পিডোমিটার ও ট্যাকোমিটার, যার সঙ্গে যুক্ত একটি মাল্টি-ফাংশনাল এলসিডি স্ক্রিন। এর মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য সহজেই দেখা যায়, অথচ বাইকের ক্লাসিক লুক নষ্ট হয় না। নিরাপত্তা ও কন্ট্রোল বাড়াতে এতে রয়েছে কাওয়াসাকি ট্রাকশান কন্ট্রোল (KTRC)। এই সিস্টেমটি কম গ্রিপযুক্ত রাস্তায়ও বাইককে স্থির রাখতে সাহায্য করে। রাইডারের পছন্দ ও পরিস্থিতি অনুযায়ী এতে দুটি সিলেক্টেবল মোড দেওয়া হয়েছে।

ভারতে 2026 Kawasaki Z650RS-এর ডেলিভারি শুরু হবে ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে। রেট্রো লুক, আধুনিক প্রযুক্তি এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের মিশেলে এই বাইকটি প্রিমিয়াম নিও-রেট্রো সেগমেন্টে আবারও Kawasaki-র শক্ত অবস্থান আরও পোক্ত করবে বলেই মনে করা হচ্ছে।

Advertisements